রোহিত শর্মার হৃদয়ও জিতে নিলেন তাওহীদ হৃদয়

রোহিত শর্মার হৃদয়ও জিতে নিলেন তাওহীদ হৃদয়
রোহিত শর্মার হৃদয়ও জিতে নিলেন তাওহীদ হৃদয়
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে প্রশ্ন উঠেছে টাইগার ব্যাটারদের সামর্থ্য নিয়ে। তবে ব্যাতিক্রম তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ২০৬ বলে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়ে এই দুই ব্যাটার পাচ্ছেন প্রসংশা।
শুধু বাংলাদেশিদের থেকে নয় জাকের ও হৃদয়ের কৃতিত্ব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও, "জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে বড় জুটি গড়ার জন্য।"
প্রথমে মনে হয়েছিলো খুব সহজেই জিতে যাবে ভারত। তবে মাঝের ওভার গুলোতে দ্রুত কয়েক ব্যাটারকে আউট করে ম্যাচের কিছুটা নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। রোহিতের মতে উইকেট স্লো ছিল তবুও তারা দারুণ ব্যাটিং ও বোলিং করেছেন।
"খুব বেশি ঘাস ছিল না, আমরা জানতাম উইকেট মন্থর হবে। সেভাবেই খেলেছি। আমার মনে হয়, আমরা কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই।"
২০২৩ বিশ্বকাপে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। তার সম্পর্কে রোহিত বলেন, "শামির জন্য আমি খুবই খুশি, লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা জানি, সে আমাদের দলকে কী দেয়, তার কী মান। আমরা যখনই তার হাতে বল তুলে দিই, সে কিছু একটা করে দেখায়। গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন কাউকে দরকার হয়।"
রান তাড়ায় ভারত যখন কিছুটা চাপে পড়েছিল লোকেশ রাহুলের সঙ্গে ৯৮ বলে ৮৭ রানের জুটি গড়েন শুবমান গিল। দুজনের জুটি নিয়ে রোহিত বলেছেন, "গিলের মান সম্পর্কে আমরা সবাই জানি। আজকে সে যা করে দেখিয়েছে, তা দেখে কারও চমকে যাওয়া উচিত নয়। সে শেষ পর্যন্ত ছিল, এটা দেখে ভালো লেগেছে। রাহুল ও গিল শেষ পর্যন্ত স্থির থেকেছে।"