Image

একটা ডাকের অপেক্ষায় সোহান; বাংলাদেশ দলে সুযোগ পেলে সেরাটা দেবেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
একটা ডাকের অপেক্ষায় সোহান; বাংলাদেশ দলে সুযোগ পেলে সেরাটা দেবেন

একটা ডাকের অপেক্ষায় সোহান; বাংলাদেশ দলে সুযোগ পেলে সেরাটা দেবেন

একটা ডাকের অপেক্ষায় সোহান; বাংলাদেশ দলে সুযোগ পেলে সেরাটা দেবেন

গতকাল মিরপুর হোম অব ক্রিকেটে মোহামেডানের বিরুদ্ধে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান। গেল বিপিএল থেকেই সোহান মিডল অর্ডার ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। বিপিএলের পর ডিপিএলেও সোহানের ব্যাট ছড়াচ্ছে আলো। নিয়মিত এমন ভালো খেলতে থাকা সোহান জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া, অপেক্ষা করছেন স্কোয়াডে ডাক পাওয়ার।  

এবারের ডিপিএলে দারুণ ছন্দে আছেন নুরুল হাসান সোহান। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জার্সি গায়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩৮৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যৌথভাবে এনামুল হক বিজয়ের সঙ্গে দুই নম্বরে আছেন। সবশেষ খেলা ৩ ম্যাচের মধ্যে দু'টিতেই সেঞ্চুরি পেয়ে যান সোহান, আছে একটি ফিফটি রানের ইনিংসও। স্ট্রাইকরেট একশো ছুঁইছুঁই, ব্যাটিং গড়ও চোখে পড়ার মতো ৭৭.২০। আর তাতেই আলোচনার টেবিলে সোহানের জাতীয় দলে ফেরার ইস্যু। 

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলা জাতীয় দলে কামব্যাকের ইস্যুতে বলেন, 'জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার। সবসময় চাই নিজের সেরাটা দেওয়ার। অবশ্যই সুযোগ এলে নিজের সেরাটা দেবো। ওয়ানডেতে ভালো করেছিলাম। তবে যেখানে শেষ করেছিলাম, আমার মনে হয় ওই জায়গা থেকে যেন আবার শুরু করতে পারি, যদি সুযোগ আসে তাহলে ওইটাই চেষ্টা থাকবে।'

জাতীয় দলে ফের সুযোগ পেলে নিজের সেরাটা দলকে উপহার দিতে চান সোহান। প্রায় দেড় বছর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা সোহান সাত ম্যাচের ক্যারিয়ারে ৯৪.৮২ স্ট্রাইক রেটে রান পেয়েছেন মোটে ১৬৫ রান। অবশ্য ব্যাট করার সুযোগ পান কেবল পাঁচবার। 

ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে এবারের ডিপিএলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে খেলছেন সোহান। টুর্নামেন্টে ধানমন্ডির তিন জয়ের দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। এমনকি মোহামেডানের কাছে ধানমন্ডি হারলেও তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three