সাকিবকে এখন আর মিস করেন না নাজমুল শান্ত

সাকিবকে এখন আর মিস করেন না নাজমুল শান্ত
সাকিবকে এখন আর মিস করেন না নাজমুল শান্ত
আজ থেকে শুরু হয়েছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কাল শুরু হবে বাংলাদেশ দলের মিশন। একাধিক ইস্যুতে দেশের অন্যতম সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান নেই স্কোয়াডে। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন তাই বাংলাদেশ অধিনায়ককে প্রশ্ন করা হয়; চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে মিস করবেন কিনা? নাজমুল হোসেন শান্ত সহজেই বলে দিলেন 'জি না'।
২০২৩ বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার বাঁচা-মরার লড়াইয়ে সাকিব আল হাসানের কল্যাণে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে দলটি। স্বাভাবিকভাবেই তাই বার-বার উঠে আসছে সাকিব প্রসঙ্গ। প্রতিবার সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে এবার একটু বেশিই বিরক্ত মনে হলো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেই এখন বড় প্রশ্নবোধক চিহ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিদায় নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। সেই আসরে খেলতেই পারছেন না। আজ অধিনায়ক শান্ত সহজেই বলে দিলেন, সাকিব আল হাসানকে এখন আর তারা মিস করেন না।
বোলিংয়ে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান অনুমিতভাবেই জায়গা পাননি দলে। শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রাখার কারণ খুঁজে পাননি নির্বাচকরা।
সাকিবের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলা বাংলাদেশের জন্য বড় ব্যাকফুট। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন দিল্লিতে ৬৫ বলে ৮২ করার পাশাপাশি ৫৭ রানে ২ উইকেট নেন সাকিব। অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করায় রাখেন আলোচিত ভূমিকা। শান্ত-সাকিবের ১৪৯ বলে ১৬৫ রানের জুটিতে নিশ্চিত হয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। সেদিন হারলে আজকের দিনটি আর আসত না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে থাকতে হতো পুরো বাংলাদেশকেই।