শারজাহতে আরও এক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত

শারজাহতে আরও এক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
শারজাহতে আরও এক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি ম্যাচ। তৃতীয় ও অতিরিক্ত এই টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ২১ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ (সোমবার) শারজাহতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯ টায়) মাঠে গড়াবে। সিরিজে নতুন যুক্ত হওয়া তৃতীয় ম্যাচটিও একই সময়ে শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইমিরেটস ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনা ও সম্মতিতে এই অতিরিক্ত ম্যাচটি যুক্ত হয়েছে সিরিজের সূচিতে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যা নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড।
তৃতীয় ম্যাচের টিকিটের মূল্য আগের দুই ম্যাচের মতোই থাকবে এবং তা সংগ্রহ করা যাবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকে।
টিকিট মূল্য:
জেনারেল স্ট্যান্ড: ৩০ দিরহাম
গোল্ড/প্লাটিনাম: ৭৫ দিরহাম
ভিআইপি বক্স: ২০০ দিরহাম
প্রতি ম্যাচ দিবসে স্টেডিয়ামের গেট খোলা হবে বিকেল ৫টা থেকে।
সরাসরি সম্প্রচারের তথ্য:
বাংলাদেশ: টি-স্পোর্টস, নাগরিক টিভি
ভারত: ফ্যানকোড
মধ্যপ্রাচ্য: ক্রিকবাজ
পাকিস্তান: জিও সুপার
যুক্তরাষ্ট্র ও কানাডা: উইলো টিভি
বিশ্বব্যাপী: স্পোর্টসআই ইউটিউব চ্যানেল।