বুমরাহ-আকাশের শেষ উইকেটে জুটিতে ফলোঅন এড়ানোর আনন্দ ভারতের
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

বুমরাহ-আকাশের শেষ উইকেটে জুটিতে ফলোঅন এড়ানোর আনন্দ ভারতের
বুমরাহ-আকাশের শেষ উইকেটে জুটিতে ফলোঅন এড়ানোর আনন্দ ভারতের
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ৯ উইকেটে ২৫২ রান তুলে দিন শেষ করেছে ভারত। পিছিয়ে আছে আরও ১৯৩ রানে। ম্যাচের প্রথম দিন থেকেই বাঁধা দিয়ে যাচ্ছে বৃষ্টি। চতুর্থ দিনেও তার ব্যতিক্রম নয়। ম্যাচের আর এক দিন বাকি থাকলেও পুরো একটা ইনিংস করে ব্যাটিং বাকি উভয় দলের ই। সুতরাং গ্যাবা টেস্ট এগিয়ে যাচ্ছে ড্র এর দিকে।
৫১ রানে ৪ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষে করেছিল ভারত। আগেরদিনের অপরাজিত লোকেশ রাহুল চতুর্থ দিন আউট হন ৮৪ রান করে। ভারতের প্রথম ইনিংসে এটিই সর্বোচ্চ রান। আগের দিন ৬ নম্বরে ব্যাটিংয়ে নামা রোহিত শর্মা দিনের প্রথম সেশনেই ফেরেন ১০ রান করে।
রাহুলের সাথে ৬৭ এবং নিতিশ কুমার রেড্ডির সাথে ৫৩ রানের জুটি গড়ে ভারতকে বিপদ থেকে রক্ষা করে রবীন্দ্র জাদেজা। জাদেজা খেলেন ৭৭ রানের ইনিংস। জাসপ্রীত বুমরাহ ১০ রানে এবং আকাশ দ্বীপ ২৭ রানে রয়েছেন অপরাজিত।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ টি উইকেট শিকার করেন প্যাট কামিন্স। ৩ টি পান মিচেল স্টার্ক।
ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির ৫ ম্যাচের টেস্ট সিরিজে দুই দল ই একটি করে জিতে সিরিজে এখন বিরাজ করছে ১-১ এ সমতা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই ভারতের।