Image

রংপুর রাইডার্সকে হতাশ করে জিএসএলের শিরোপা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রংপুর রাইডার্সকে হতাশ করে জিএসএলের শিরোপা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের

রংপুর রাইডার্সকে হতাশ করে জিএসএলের শিরোপা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের

রংপুর রাইডার্সকে হতাশ করে জিএসএলের শিরোপা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের

ঘরের মাঠে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩২ রানে পরাজিত করল রংপুর রাইডার্সকে। আর সেই সঙ্গে নিজেদের ঘরে তুলল গ্লোবাল সুপার লিগ ২০২৫ এর শিরোপা। ব্যাটে গুরবাজ-চার্লসের ঝলক আর বল হাতে প্রিটোরিয়াস-মোতি-তাহিরের ধারালো বোলিংয়ে রংপুরের শিরোপা ধরে রাখার স্বপ্ন চুরমার হয়ে যায় শনিবার সকালে।

প্রথমে ব্যাট করে অ্যামাজন ওয়ারিয়র্স তোলে ১৯৬ রান ৪ উইকেটে। শুরুতে এভিন লুইস ফিরে গেলেও (৫), ইনিংস ধরে রাখেন জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ। এই দুই ব্যাটারের ব্যাটে আসে ৭০ বলে ১২১ রানের দুর্দান্ত জুটি। চার্লস খেলেন ৪৮ বলে ৬৭ রানের ইনিংস, মারেন ১১টি চার ও একটি ছয়। অন্যদিকে, গুরবাজ ৩৮ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়।

শেষ দিকে ইনিংসকে ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যান রোমারিও শেফার্ড। মাত্র ৯ বলে ২৮ রানের ইনিংসে তিনি মারেন ৩টি ছয় ও একটি চার। ফলে ২০ ওভারে স্কোর দাঁড়ায় ১৯৬।

জবাবে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের ইনিংস শুরুতেই হোঁচট খায়। দ্বিতীয় ওভারেই রান আউট হন ইব্রাহিম জাদরান। এরপর সৌম্য সরকার (১৩) ও কাইল মায়ার্স (৫) ফিরে যান যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ ওভারে। পাওয়ারপ্লে শেষে স্কোরবোর্ডে ৩২/৩  ম্যাচ তখনই একতরফা হয়ে ওঠে।

তবে সাইফ হাসান ও ইফতিখার আহমেদ কিছুটা লড়াই করেন। এই জুটি ৪৪ বলে তোলে ৭৩ রান। সাইফ ২৬ বলে করেন ৪১ রান, আর ইফতিখার ২৯ বলে সর্বোচ্চ ৪৬। কিন্তু সাইফের রান আউটের পর আবার ধস নামে। ১৩ থেকে ১৭ ওভারের মধ্যে রংপুর হারায় ৫টি উইকেট, স্কোর ১০২/৩ থেকে নেমে আসে ১২৬/৮-এ।

ইনিংসের শেষভাগে মাহিদুল ইসলাম অংকন ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার। মোতি ও তাহির নেন ২টি করে উইকেট। একমাত্র উইকেটশূন্য বোলার আকোল হোসেনও দেন মাত্র ২৪ রান ৪ ওভারে।

এই জয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হলো। অন্যদিকে, ২০২৪ সালের শিরোপাজয়ী রংপুর রাইডার্সের এবারের অভিযাত্রা থেমে গেল ফাইনালেই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three