ঐতিহাসিক টেস্টে জিম্বাবুয়েকে হারাল আয়ারল্যান্ড
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

ঐতিহাসিক টেস্টে জিম্বাবুয়েকে হারাল আয়ারল্যান্ড
ঐতিহাসিক টেস্টে জিম্বাবুয়েকে হারাল আয়ারল্যান্ড
বেলফাস্ট টেস্টে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। দুই দলের মধ্যকার ঐতিহাসিক প্রথম টেস্টে লো স্কোরিং শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বস্তির জয় পেয়ে শেষ হাসি হেসেছে আইরিশরা।
তৃতীয় দিন শেষে পরিস্কার ভাবে ম্যাচে এগিয়ে ছিলো জিম্বাবুয়ে। তবে টেস্টের চতুর্থ দিনে সেই দৃশ্যপটের পরিবর্তন হয়। ৫ উইকেটে ৩৩ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে দুজনই ফিফটি তুলে নেন।
টাকার ও ম্যাকব্রাইনের জুটি থেকে আসে ১১৮ বলে ৯৬ রান। টাকারকে বোল্ড করে এই জুটি ভাঙেন ব্লেসিং মুজারাবানি। ৬৪ বলে ১০ চারে ৫৬ রান করেন টাকার। তখন জিম্বাবুয়ের জয়ের আশা কিছুটা হলেও তৈরি হয়েছিল। তবে সপ্তম উইকেটে আবারো জুটি গড়েন ম্যাকব্রাইন ও ক্রিজে নামা মার্ক অ্যাডায়ার। এই জুটির ৬৪ বলে ৪১ রান থেকেই আইরিশরা পায় কাঙ্ক্ষিত জয়।
ম্যাকব্রাইন করেন ৫৫ রান এবং অ্যাডায়ার করেন ২৪ রান। ম্যাচ সেরা হন ম্যাকব্রাইন। জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ টি উইকেট নেন রিচার্ড এনগারাভা।
উল্লেখ্য, প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২১০ রানে অলআউট হয়, আয়ারল্যান্ড ১ম ইনিংসে থামে ২৫০ রান করে। ২য় ইনিংসে জিম্বাবুয়ে ১৯৭ রান করলে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৫৮ রান।