দ্বিতীয় টেস্টেও টম ল্যাথামের সার্ভিস পাচ্ছে না নিউজিল্যান্ড

দ্বিতীয় টেস্টেও টম ল্যাথামের সার্ভিস পাচ্ছে না নিউজিল্যান্ড
দ্বিতীয় টেস্টেও টম ল্যাথামের সার্ভিস পাচ্ছে না নিউজিল্যান্ড
ব্ল্যাকক্যাপসদের টেস্ট অধিনায়ক টম ল্যাথাম জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেছেন। বাম কাঁধের চোট থেকে সেরে না ওঠায় মাঠে নামতে পারছেন না এই অভিজ্ঞ ব্যাটার।
প্রথম টেস্টেও একই চোটের কারণে খেলতে পারেননি ল্যাথাম। দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল তার। তবে ম্যাচের আগের দিন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে টানা দ্বিতীয় ম্যাচেও দলের বাইরে থাকতে হচ্ছে তাকে।
এ বিষয়ে ব্ল্যাকক্যাপস প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, "টমকে আবারও হারানোটা ভীষণ হতাশাজনক। সে কঠোর পরিশ্রম করছিল এবং দ্বিতীয় টেস্টের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজ সে ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেনি। মাঠে নামতে না পারায় সে নিজেও খুব কষ্টে আছে। আমরা সবাই ওর জন্য খারাপ লাগছে।"
ল্যাথামের অনুপস্থিতিতে অতিরিক্ত ব্যাটিং ও ফিল্ডিং কভারের জন্য দলে ডাকা হয়েছে বেভন জ্যাকবসকে। অকল্যান্ডের হয়ে খেলা এই ব্যাটার বর্তমানে জোহানেসবার্গে ক্রিকেট খেলছিলেন। সেখান থেকে তুলনামূলকভাবে অল্প দূরত্বের পথ পাড়ি দিয়ে বুলাওয়েতে দলে যোগ দিয়েছেন তিনি।
প্রথম টেস্টে অধিনায়কত্ব করা মিচ স্যান্টনারই দ্বিতীয় টেস্টেও দলের নেতৃত্ব দেবেন। এই অলরাউন্ডার ব্ল্যাকক্যাপসদের ৩২তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত হয়েছিলেন।