১০ ছক্কায় জিশান আলমের সেঞ্চুরি, নাইম-ইমরানের দাপুটে জুটি
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

১০ ছক্কায় জিশান আলমের সেঞ্চুরি, নাইম-ইমরানের দাপুটে জুটি
১০ ছক্কায় জিশান আলমের সেঞ্চুরি, নাইম-ইমরানের দাপুটে জুটি
রান উৎসবের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সুনাম আছে। এনসিএল টি-টোয়েন্টির আসর পুরোটা হবে এই সিলেটেই। টুর্নামেন্ট শুরুর দিনেই রান উৎসবের বার্তা দিল জিশান আলম, নাইম শেখের ব্যাট।
সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে বরিশালের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। সেখানে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে ঢাকা মেট্রো।
শুরুটা দারুণ করেন ঢাকা মেট্রো অধিনায়ক নাইম শেখ ও তাঁর ওপেনিং পার্টনার ইমরানুজ্জামান। দুজন মিলে ১১ ওভারে ১১৯ রান তোলেন। ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৫ রান করেন নাইম, ৩৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৩ রান করেন ইমরানুজ্জামান।
এরপর তিনে নামা গাজী তাহজিবুল ইসলাম ২৫ বলে ৩৬৮, আবু হায়দার রনি ৯ বলে ১৫ রান করলেও ২০০ ছোঁয়া হয়নি তাঁদের। বরিশালের পক্ষে ২ উইকেট নেন মেহেদী হাসান। ১ টি করে শিকার রুয়েল মিয়া ও অধিনায়ক সোহাগ গাজীর।
সিলেটের মূল মাঠে রীতিমত তান্ডব চালিয়েছেন জিশান আলম। ঢাকার বিপক্ষে সিলেটের হয়ে ওপেন করতে নেমে করেন টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। ৫৩ বলে ৪ চার ও ১০ ছক্কায় ঠিক ১০০ করে থামেন তিনি।
তৌফিক খান তুষার ১৭ বলে ২৯, অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১৭ বলে অপরাজিত ৩০ করলে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে থামে সিলেটের ইনিংস।
ঢাকার পক্ষে ২ উইকেট নেন নাজমুল ইসলাম অপু, ১ টি করে শিকার এনামুল হক ও তাইবুর রহমানের।