Image

সাকিব-মুশফিক নেই, তবুও দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিব-মুশফিক নেই, তবুও দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ

সাকিব-মুশফিক নেই, তবুও দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ

সাকিব-মুশফিক নেই, তবুও দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ

বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচটি মেহেদী হাসান মিরাজ কাছে বিশেষ কিছু। একদিকে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন দলকে; অন্যদিকে এটি হতে চলেছে মিরাজের ৫০ তম টেস্ট ম্যাচ। তাই বিশেষ কিছু করে এই টেস্টটি স্মরণীয় করে রাখতে চাইবেন মিরাজ। 

ম্যাচের আগে সংবাদসম্মেলনেও ঠিক এমন টা বললেন মিরাজ। তিনি বলেন, "খুবই ভালো লাগছে। এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় দেশের জন্য ৫০টা টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য।"

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ, "আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। কারণ, এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম, টেস্টে আমরা অতটা ভালো করতে পারিনি। গত চার বছরে আমরা যদি দেখি, এখানে দুইটা টেস্ট ম্যাচ খেলেছিলাম, কিন্তু জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে জেতার এবং সবাই যেন পারফর্ম করতে পারে।"

বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম অ্যান্টিগা। এখানে খেলা ৬ ম্যাচের ৬ টি তেই হেরেছে টাইগাররা। তবে এবার দল ভালো কিছু করবে আত্নবিশ্বাসী মিরাজ,"অ্যান্টিগাতে এর আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলিনি। খুব বাজেভাবে হেরেছিলাম। কিন্তু এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় ১০ দিনের মতো অনুশীলন করেছি, একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। খেলোয়াড়েরাও খুব ভালো প্রস্তুতি নিয়েছে। আমি অনেক আত্মবিশ্বাসী যে আমার দল অনেক ভালো করবে। সবাই ভালো ক্রিকেট খেলে আমরা যেন ম্যাচটা জিততে পারি। ব্যাটসম্যানরা, বোলাররা, সবাই যেন ভালো পারফর্ম করতে পারি, সেটাই হচ্ছে লক্ষ্য। যদি আমরা ঐক্যবদ্ধভাবে খেলতে পারি, আশা করি এই টেস্টে ভালো একটা ফল আসবে।"

সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশের এই দলটা অনেক ভালো ভাষ্য মিরাজের, "আপনি যেমনটা বললেন, আমাদের এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই। কিন্তু দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমার মনে হয় দুই বছর আগের দলের চেয়ে আমরা এখন অনেক ভালো। আর আমরা সবাই অনেক ইতিবাচক। আমরা নেতিবাচক কিছু ভাবছি না। শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি।"

সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেলার ব্যাপারে মিরাজ আরো বলেন, "এ রকমটা হতেই পারে। অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয়। মুশফিক যেমন চোটে পড়েছে। আবার সাকিব যেমন বলেছে সে অবসর নিতে যাচ্ছে। কাজটা কঠিন। কিন্তু এরপরও বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারি। আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে, তাদের ভালোই সুযোগ আছে এ ধরনের কন্ডিশনে পারফর্ম করার।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three