Image

দিল্লিতে ব্রুকের বদলি হিসেবে দলে ভিড়লেন উইলিয়ামস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দিল্লিতে ব্রুকের বদলি হিসেবে দলে ভিড়লেন উইলিয়ামস

দিল্লিতে ব্রুকের বদলি হিসেবে দলে ভিড়লেন উইলিয়ামস

দিল্লিতে ব্রুকের বদলি হিসেবে দলে ভিড়লেন উইলিয়ামস

হ্যারি ব্রুকের বদলি হিসেবে লিজাড উইলিয়ামসকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন ব্রুক। কারণ ছিল তার দাদীর মৃ'ত্যু। ব্রুকের বদলি হিসেবে কে আসবেন দিল্লিতে, তা এতদিন পর্যন্ত জানায়নি দলটি। অবশেষে প্রোটিয়া পেসার উইলিয়ামসের নাম ঘোষণা করা হলো। 

ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে উইলিয়ামসকে দলে নিয়েছে দিল্লি। এই পেসার প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছেন। দিল্লির পেস বিভাগে রয়েছে বেশ কিছু বলার মতো নাম। যেখানে উইলিয়ামসের সতীর্থ আনরিখ নরকিয়া রয়েছেন। এছাড়াও ইশান্থ শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন, মুকেশ কুমারের নাম রয়েছে। দুইজন পেস বোলিং অলরাউন্ডার; মিচেল মার্শ ও সুমিত কুমারও রয়েছে দিল্লিতে। হ্যামস্ট্রিং চোটের কারণে ১ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মার্শকে। 

উইলিয়ামসের সঙ্গী লুঙ্গি এনগিডি'কেও দলে নিয়েছিল দিল্লি। তবে এসএ টি-টোয়েন্টি থেকে পিঠের চোটে ভুগছেন এই বোলার। ফলে পুনর্বাসন প্রক্রিয়া গ্রহণ করবেন বলে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। 

মোট ৮৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০৬ উইকেট শিকার করেছেন উইলিয়ামস। তার বোলিং গড় ১৯.৭৬। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২২ সালে তার অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ২ টেস্ট, ৪ ওডিআই ও ১১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।  

ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ দক্ষিণ আফ্রিকা দলের অংশ ছিলেন উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। 

এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টে জোবার্গ সুপার কিংসের হয়ে ১৫ টি উইকেট শিকার করেছেন। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার ছিলেন উইলিয়ামস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three