Image

উইকেটের মিছিলে দলকে টানছেন নাইটওয়াচম্যান তাইজুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উইকেটের মিছিলে দলকে টানছেন নাইটওয়াচম্যান তাইজুল

উইকেটের মিছিলে দলকে টানছেন নাইটওয়াচম্যান তাইজুল

উইকেটের মিছিলে দলকে টানছেন নাইটওয়াচম্যান তাইজুল

চলছে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের শেষ বিকালে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ আজ ব্যাটিংয়ে নেমেছিল ঘুরে দাঁড়ানোর আশায়। কিন্তু সকাল শুরুর ৩০ মিনিটের মধ্যেই সেট ওপেনার জয়ের বিদায়, দ্রুত ফিরেছেন শাহাদাত হোসেন দিপুও। থিতু হয়েও সেশন শেষ করে যেতে পারলেন না লিটন, লাহিরুর ড্রিম ডেলিভারিতে হারান স্টাম্প। তবে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম, নাইটওয়াচম্যানের ব্যাটেই সকালের সেশনে রান পেল বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংসে তাইজুল বাংলাদেশকে রাখছেন লড়াইয়ে, নিজে আছেন প্রথম ফিফটির খুব কাছে।

নাইটওয়াচম্যান তাইজুলকে রেখে এদিন সকালে একে একে বিদায় নিলেন জয়-দিপু-লিটন। এক লাহিরু কুমারার হাতেই সকালের সেশনে বাংলাদেশ হারায় তিন উইকেট। ক্যারিয়ার সেরা ৪১ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেলেন তাইজুল। ফিফটি হাঁকাতে পারলে এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম। 

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ করা ২৮০ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ৩৬ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের স্কোরবোর্ডে ১৩২ রান। এখনও স্বাগতিকরা পিছিয়ে ১৪৮ রানে, হাতে বাকি চার উইকেট। তাইজুল ইসলাম ৪১ ও নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ২ রানে।

আগের দিন নাইটওয়াচ ম্যান হিসাবে ব্যাট করতে নামা তাইজুল ইসলাম আজ সকালে টিকে গেলেও লাহিরু কুমারার পেসে উইকেট হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এক্সট্রা বাউন্স সামলাতে ব্যর্থ জয় ব্যাট ছুঁয়ে ক্যাচ হয়েছেন স্লিপে। ৪৬ বল খেলা মাহমুদুল জয়ের ব্যাট থেকে আসে ১২ রান।

এরপর তাইজুল ইসলামের সঙ্গী হন শাহাদাত হোসেন দিপু। শুরু থেকেই দিপুকে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে দেখা যায়। কিন্তু ইনিংস বড় করার আগেই দিপুকে স্লিপে ক্যাচ বানান লাহিরু কুমারা। প্রথম স্লিপে জয়-দিপুর দুই ক্যাচই একা লুফে নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

আজ সকালের সেশনে বাংলাদেশ দ্রুত দুই উইকেট হারালেও তাইজুল ইসলাম আর লিটন কুমার দাসের ব্যাটে লড়াইয়ে ফিরে। এই দুইয়ের মধ্যে জুটিও হয় ৪১ রানের। কিন্তু ফের লাহিরু কুমারা অ্যাকশনে আসতেই আবার বিপর্যস্ত বাংলাদেশ। ২৫ রানের থাকা লিটন বোল্ড হন কুমারার দারুণ এক ডেলিভারিতে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three