Image

শেষ তৃতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ৮১ রানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ তৃতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ৮১ রানের

শেষ তৃতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ৮১ রানের

শেষ তৃতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ৮১ রানের

মেহেদী হাসান মিরাজ আর জাকের আলি অনিকের জোড়া ফিফটিতে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে বাংলাদেশে পেয়েছে লিড। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬৫ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। এর মাঝেই ঘোষণা আসে চা বিরতির। এরপর  বিকাল ৩টায় ফের খেলা শুরু হয়ে বল মাঠে গড়ায় কেবল ৫ ওভার। আবার বন্ধ হয়, আলোকস্বল্পতার কারণে আর শুরু করা যায়নি দিনের খেলা। 

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন। 

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে বাংলাদেশের রান ২৮৩। মেহেদী হাসান মিরাজ ৮৭, নাইম হাসান ১৬ রানে অপরাজিত। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৮১ রানের। 

৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ সকালে খেলা শুরু করে ৬ উইকেটে ১১২। তখনও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ইনিংস হার চোখরাঙানি দিচ্ছিল। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক মিলে দলকে এনে দেন স্বস্তি। তবে ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৮ রানে উইকেট হারান জাকের। মিরাজ অবশ্য দলের সংগ্রহ টেনে ছুটছেন শতকের পথে। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০৮ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশের সামনে প্রোটিয়াদের লিড ছিল ২০২ রানের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three