Image

জিম্বাবুয়েতে কাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ফাইনাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
জিম্বাবুয়েতে কাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ফাইনাল

জিম্বাবুয়েতে কাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ফাইনাল

জিম্বাবুয়েতে কাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ফাইনাল

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগেও বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ১৬০ রানে। একের পর এক দাপুটে জয় নিয়ে টেবিলের টপে থাকা বাংলাদেশ আগামীকাল ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ রানে জিতেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। সব ম্যাচ হেরে পয়েন্টশূন্য থাকল স্বাগতিক জিম্বাবুয়ে।
 
আগামীকাল রবিবার, ১০ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের। আগের ম্যাচে যাদের হারিয়ে এসেছে আজিজুল হাকিম তামিমরা, সেই প্রতিপক্ষের বিপক্ষে এবার শিরোপা জয়ের মিশনে নামবে তারা।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ দলের টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা জিতেছে সবক'টি ম্যাচ। তবে প্রোটিয়াদের সাথে তিনবারের দেখায় হার আছে একটিতে। 

Details Bottom