Image

রোমারিও শেফার্ডের দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রোমারিও শেফার্ডের দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয়

রোমারিও শেফার্ডের দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয়

রোমারিও শেফার্ডের দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয়

আইপিএলের চলতি মৌসুমে প্রথম জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। টানা ৩ ম্যাচ হারের পর আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৯ রানের জয় তুলে নিয়েছে মুম্বাই। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঘরের মাঠে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে স্বাগতিকরা। বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান পর্যন্ত তুলতে সক্ষম হয় দিল্লি।  

ওয়াংখেড়ের মাঠে মুম্বাইয়ের দেওয়া পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ডেভিড ওয়ার্নার ফিরেছেন দ্রুতই। ব্যক্তিগত ১০ রানে ফিরেছেন এই ব্যাটার। তবে আরেক ওপেনার পৃথবী শ খুঁজে পেয়েছেন এই মৌসুমে নিজের প্রথম ফিফটি। অভিষেক পোরেলের সাথে দলীয় ১০০ পাড়ি দিয়ে ফিরেছেন পৃথবী। ৪০ বলে ৬৬ রান করে জাসপ্রীত বুমরাহর দারুণ এক ইয়র্কারে প্যাভিলিয়নের পথ ধরতে হয় এই ওপেনারকে। 

পোরেল ফিরেছেন দলীয় ১৪৪ রানে। তার ৪৪ (৩১) রানের ইনিংসও শেষ হয়েছে বুমরাহর ডেলিভারিতে ক্যাচ দিয়ে। আজ অধিনায়ক রিশাব পান্টের ব্যাট হাসেনি। তবে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ট্রিস্টান স্টাবস ছিলেন উজ্জ্বল। কিন্তু বিশাল লক্ষ্যমাত্রা থেকে ঢেড় দূরে তখনো দিল্লি। 

স্টাবসের ব্যাটে যা ব্যবধান কমানোর চেষ্টা করে গেল দলটি। ১৯তম ওভারে রোমারিও শেফার্ডকে ৩ ছক্কা হাঁকানো এই প্রোটিয়া ব্যাটার ফিরেছেন জেরাল্ড কোয়েটজির শেষ ওভারে। সেই ওভারে স্টাবস'সহ আরও ২ উইকেট শিকার করেন কোয়েটজি। শেষপর্যন্ত দিল্লি ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে নিজেদের ইনিংস শেষ করে। 

এদিকে স্টাবসের ইনিংস থামে ২৫ বলে ৭১ রানে। যেখানে ছিল ৭ টি ছক্কা ও ৩ টি চারের মার। 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ও ইশান কিষান দুজনেই খেলেন চল্লিশোর্ধ্ব ইনিংস। দলীয় ৮০ রানে ৪৯ (২৭) রানে ফিরেছেন রোহিত। এবারের আসরে মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামা সুরিয়াকুমার যাদব ফিরেছেন কোনো রান না করেই আনরিখ নরকিয়ার শিকার হয়ে।

খুব দ্রুত দলীয় শতক পূরণ হওয়ার পর কিষান ফিরে যান আক্সার প্যাটেলের শিকার হয়ে ৪২ (২৩) রানে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেছেন মন্থর গতির ইনিংস। তিলক ভার্মার ব্যাটে আসেনি রান৷ তবে টিম ডেভিড ও রোমারিও শেফার্ড শেষদিকে যা করলেন, তাতে ২০০ ছাড়িয়ে যায় মুম্বাইয়ের। 

পান্ডিয়া যখন ফেরেন ৩৯ (৩৩) রানে, তখন দলের রান ১৮১, আর হাতে কেবল ছিল ১৩ টি বল। শেষ দুই ওভারে মুম্বাইয়ের রান গিয়ে থামে ২৩৪ এ। শেফার্ড অপরাজিত ছিলেন ১০ বলে ৩৯ রানে এবং ডেভিড অপরাজিত ছিলেন ২১ বলে ৪৫ রানে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three