লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাতে এক হয়েছেন সাকিব-মিরাজ

লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাতে এক হয়েছেন সাকিব-মিরাজ
লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাতে এক হয়েছেন সাকিব-মিরাজ
ছয় মাসের বেশি সময় পর ক্রিকেটের বাইশ গজে ফিরে প্রত্যাবর্তনটা মনের মতো করতে পারেননি সাকিব আল হাসান। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হন লাহোর কালান্দার্সের তারকা অলরাউন্ডার সাকিব। এরপর বল হাতেও ব্যর্থ, ২ ওভারে ১৮ রান খরচ করে থাকেন উইকেটশূন্য। সাকিব শুরুর ম্যাচে আলো ছড়াতে না পারলেও তার দল নিশ্চিত করে প্লে-অফ। এবার আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে যুক্ত করে আরও শক্তি বাড়িয়েছে দলটি।
আগামীকাল রাতে ২০২৫ পিএসএলের এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে লাহোর কালান্দার্স। সাকিব আল হাসানের সাথে মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে লাহোরের সেরা একাদশে। ডেভিড ওয়ার্নারের করাচি কিংসকে হারাতে পারলে মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার টিকিট।
সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব নিজের প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকলেও লাহোর কালান্দার্স ঠিকই পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচটি ২৬ রানে জিতে পিএসএলের প্লে-অফ নিশ্চিত করে। এবার ডু অর ডাই পর্বে নামার আগে শাহীন শাহ আফ্রিদির দল জিম্বাবুয়ের সিকান্দার রাজার বদলি হিসেবে অন্তর্ভুক্ত করে মেহেদী হাসান মিরাজকে।
পয়েন্ট টেবিলের প্রথম দুই দল ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে, ২১ মে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। নিয়ম অনুযায়ী বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে এলিমিনেটর জিতে আসা দলের সাথে।
গ্রুপ পর্ব শেষে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে এলিমিনেটর রাউন্ডে জায়গা করে নেয় লাহোর কালান্দার্স। আগামীকাল ২২ মে বাংলাদেশ সময় রাত ৯টা করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে সাকিব-মিরাজের লাহোর। এই ম্যাচ জিতলেই দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে সাকিবরা। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায়।
২০২৫ পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৩ মে। এরপর ২৫ মে মাঠে গড়াবে দশম আসরের মেগা ফাইনাল।