আমরা জানি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের কি উন্নতি করতে হবে: মিরাজ
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

আমরা জানি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের কি উন্নতি করতে হবে: মিরাজ
আমরা জানি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের কি উন্নতি করতে হবে: মিরাজ
অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ পেলেন প্রথম হোয়াইটওয়াশের স্বাদ। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেছেন সমস্যার কথা। সৌম্য, মাহমুদউল্লাহ, জাকেরকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ আক্ষেপ করলেন নিজের সেঞ্চুরি মিসের জন্য। ম্যাচ হারের কারণ হিসেবে দাঁড় করালেন বোলিং ব্যর্থতাকে। প্রতিশ্রুতি দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর।
বাংলাদেশের দেওয়া ৩২২ রানের লক্ষ্য স্বাগতিকেরা টপকে যায় ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে। নির্বিষ বোলিংয়ের কারণে বড় সংগ্রহ পেয়েও বাংলাদেশকে ম্যাচ হারতে হয় সহজভাবে। সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন আমির জাঙ্গু। ১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলো ওয়েস্ট ইন্ডিজ।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর পুরস্কার বিতরণীতে এসে মেহেদী হাসান মিরাজ বলেছেন,'আমরা ব্যাট হাতে ভালো করেছি, বিশেষ করে সৌম্য এবং মাহমুদউল্লাহ। জাকের আলিও ভালো ফিনিশ করেছে। কিন্তু তারপর আমরা মাঝের ওভারগুলোয় ভালো বোলিং করতে পারিনি। আমরা উইকেট পাইনি। আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম।'
দলের ব্যর্থতার আরও এক কারণ, এই সিরিজে ৩ নিয়মিত ক্রিকেটার না থাকা। অভিজ্ঞ মুশফিকুর রহিম, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মিডল অর্ডারের ভরসা তাওহীদ হৃদয়ের অভাব বুঝতে পারছে দল। তবে তরুণ ক্রিকেটাররা দায়িত্ব নিতে না পারায় অধিনায়ক মিরাজ হয়েছেন হতাশ।
'ইনজুরির কারণে এই সিরিজে আমরা কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে মিস করেছি। তাই, আমাকে ৪ নম্বরে দায়িত্ব নিতে হয়েছিল। আজ সেঞ্চুরি পেলে ভালো হতো, তবুও চেষ্টা করেছি। মাহমুদউল্লাহ দীর্ঘদিন ধরে খেলছেন এবং তিনি খুব ভালো করেছেন, এই সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন। তরুণ খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা তা করতে পারিনি।'
এমন পরাজয়ের পরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করার আশা করছেন মিরাজ। জানেন, তাদের কি করতে হবে। প্রতিশ্রুতি দিয়ে মিরাজ বললেন, 'এই সিরিজের পরে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এবং আমরা জানি যে আমাদের কি কাজ করতে হবে। আশা করি, আমরা উন্নতি করতে পারব।'