Image

ওপেনিংয়ে ৯৭, তবুও জিম্বাবুয়ে শেষ ২১০ এই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওপেনিংয়ে ৯৭, তবুও জিম্বাবুয়ে শেষ ২১০ এই

ওপেনিংয়ে ৯৭, তবুও জিম্বাবুয়ে শেষ ২১০ এই

ওপেনিংয়ে ৯৭, তবুও জিম্বাবুয়ে শেষ ২১০ এই

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত একে অপরের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। বেলফাস্ট টেস্টের প্রথম দিনের শুরুটা জিম্বাবুয়ের পক্ষে দারুণ হলেও শেষটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। 

টসে জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ওপেনিংয়ে অভিষিক্ত জয়লর্ড গাম্বি, প্রিন্স মাসভাউর জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন। গাম্বি ৯৯ বলে ৪৯ রান করে আউট হলে ভাঙে ৯৭ রানের জুটি। মাসভাউর ৭৪ রানের ইনিংস খেলেন। 

তবে এই দুজনের পর আর ১০ এর গন্ডি পার করেন কেবল শন উইলিয়ামস (৩৫)। ১ উইকেটে ১২১ থেকে ২১০ এই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শেষ ১৭ রান তুলতেই সফরকারীরা হারায় ৫ উইকেট। 

আয়ারল্যান্ডের পক্ষে ৩ টি করে উইকেট নেন ব্যারি ম্যাককার্থি ও অ্যান্ডি ম্যাকব্রাইন। ২ টি উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ১ টি করে শিকার ক্রেইগ ইয়াং ও কুর্টিস ক্যাম্ফারের। 

বৃষ্টিতে প্রথম দিনে খেলা হয় ৭১.৩ ওভারে। ২য় দিনে আবহাওয়া অনুকূলে থাকলে ব্যাট করবে আয়ারল্যান্ড। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three