বাংলাদেশে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আজ

বাংলাদেশে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আজ

বাংলাদেশে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আজ

২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ নিয়ে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিবি বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আজ। ২০১৪ সালের পর ১০ বছর বিরতি দিয়ে চলতি বছর আরো একটি বিশ্বকাপের স্বাগতিক হয়েছে বাংলাদেশ। 

রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলন করে আজ দুপুরে ২০২৪ উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করার কথা আছে। এরমাঝেই ঢাকায় এসে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। 

আজ সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচনে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। সঙ্গে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কউর। 

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো, যার সম্ভাব্য ভেন্যু সাভারের বিকেএসপি। এরপর বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২'তে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দল দুই গ্রুপে অংশ নেবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। মূল আসরের আগে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি সেমিফাইনালে অংশ নেবে। দুটি সেমিফাইনাল আর ফাইনাল মিলিয়ে টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৩টি।

এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হলো: বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।