শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা অবশ্য ইতোমধ্যে খেলে ফেলেছে একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে টাইগারদের মুখোমুখি হচ্ছে তাঁরা। 

বাংলাদেশও যুক্তরাষ্ট্রে এসে সময়টা ভালো কাটায়নি। স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও বড় হার দেখতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। 

আজ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  ফিট হয়ে এই ম্যাচের একাদশে আছেন তাসকিন আহমেদ। তাঁর সঙ্গে পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। 

স্পিনে সাকিব আল হাসানের সঙ্গী রিশাদ হোসেন। উইকেটরক্ষক হিসাবে আছেন লিটন দাস, ওপেন করবেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। 

 

বাংলাদেশ একাদশঃ 

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।