লিটন দাসের স্ট্রাইক রেট চেক করতে বললেন তাওহীদ হৃদয়
-
1
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
2
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
3
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
4
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
লিটন দাসের স্ট্রাইক রেট চেক করতে বললেন তাওহীদ হৃদয়
লিটন দাসের স্ট্রাইক রেট চেক করতে বললেন তাওহীদ হৃদয়
তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে রান করছিলেন লিটন দাস। তবে সেই ধারায় ছেদ পড়েছে। সাম্প্রতিক সময়ে কোন ফরম্যাটেই রান করতে পারছেন না এই ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সেভাবে পারফর্ম করতে না পারার ধারাবাহিকতা বজায় আছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচের একাদশে ছিলেন লিটন দাস। প্রথম ম্যাচে ১, দ্বিতীয় ম্যাচে ২৩ ও ৩য় ম্যাচে ১২ রান আসে এই উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট থেকে।
সাকুল্যে ৩ ম্যাচে ৩৬ রান, স্ট্রাইক রেট ঠিক লিটন সুলভ নয়, ৮৩.৭২। সঙ্গত কারণেই লিটনের ব্যাটিং, ফর্ম, স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে বিস্তর।
তবে এই কথাকে তেমন পাত্তা দিচ্ছেন না ৩ ম্যাচেই রান পাওয়া, টানা দুই ম্যাচে ম্যাচসেরা হওয়া তাওহীদ হৃদয়। ৩য় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি লিটন দাস ইস্যুতে বলেন,
'কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাট করছে সবাই চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে। আপনিও আপনার প্রফেশনে সেরাটা দিয়ে চেষ্টা করছেন। কেউ সবসময় ভালো খেলবে না। উনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি, আপনারা বলছেন। চেক করে দেখেন বাংলাদেশের সেরা ২-৩ জনের ভেতরেই আছে। বিশ্বের যত বড় ব্যাটার হোক সব ম্যাচ বা সিরিজ সে ভালো খেলবে না।'
'আশা করি সবাই ভালোভাবে কামব্যাক করবে। একটা ইনিংস ভালো খেললে আত্মবিশ্বাস চলে আসবে। শুধু একটা ইনিংসের অপেক্ষা। এমন হতে পারে একটা বড় ম্যাচে খেলার দৃশ্য বদলে দেবে। সবার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস হারালে হবে না।'
লিটন দাসের মত রানের মধ্যে নেই নাজমুল হোসেন শান্তও। দুজনেই আজ দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। তাঁদের আউট নিয়ে প্রশ্ন করলে উত্তরে তাওহীদ হৃদয় বলেন,
'আউট সম্পর্কে কী বলব? আউট তো যেকোনো রকমের হতে পারে। বোল্ডও তো আউট, না? আউটের মধ্যেই তো পড়ে। ঠিক আছে। দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে। আবার যেদিন ভালো সুযোগ পাবে দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডার থেকে একশ করে দলে অবদান রাখবে।'
