কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
4
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
অস্ট্রেলিয়ার মাটিতে একসময় অধরাই থেকে যাওয়া স্বপ্নটা এবার নতুন রঙে ধরা দিল রিশাদ হোসেনের হাতে। যে হোবার্ট হারিকেনসের হয়ে ট্রফি জয়ের আনন্দে শরিক হতে পারেননি গত মৌসুমে, সেই একই জার্সিতে নেমেই এবারের বিগব্যাশে জয় দিয়ে শুরু করলেন বাংলাদেশি লেগস্পিনার নীরব কিন্তু প্রভাবশালী এক অভিষেকে।
সিডনি থান্ডারের বিপক্ষে ৪ উইকেটের জয়ে এবারের বিগব্যাশে অভিষেক হয় রিশাদের। ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে নিজের উপস্থিতি ভালোভাবেই জানান দেন তিনি। তিন ওভারে মাত্র ১৮ রান খরচ করে প্রতিপক্ষের ইনিংসের গতি শ্লথ করে দেন এই লেগস্পিনার। পুরো স্পেলে একটি মাত্র বাউন্ডারি হজম করেন রিশাদ, সেটিও ক্যামেরন ব্যানক্রফটের রিভার্স সুইপে।
রিশাদের কিপটে বোলিংয়ের কারণে বড় সংগ্রহ গড়ার সুযোগ পায়নি থান্ডার। ব্যানক্রফটের ৪৪ বলে ৬১ রানের ইনিংসে ভর করে তারা ৬ উইকেটে ১৮০ রান তুললেও মাঝের ওভারগুলোতে চাপ ধরে রাখতে বড় ভূমিকা রাখে হোবার্টের বোলিং ইউনিট। দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন বিলি স্ট্যানলেক, আর শাদাব খান করেন ৩৪ রান।
১৮১ রানের লক্ষ্য তাড়ায় হোবার্ট শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ওপেনিং জুটিতে মাইকেল ওয়েন ও নিখিল চৌধুরী দ্রুত রান তুলেন। ওয়েন ১৪ বলে ৩২ রান করে ফিরলেও ৪.৩ ওভারে দলীয় স্কোর পৌঁছে যায় ৪৮-এ। নিখিল আউট হওয়ার আগে দলের সর্বোচ্চ ৪১ রান করেন।
মাঝের ওভারে ছোট ছোট ঝড় তুলে জয়ের পথ সহজ করেন বেন ম্যাকডারমট (৩৮), টিম ডেভিড (১৭) ও ম্যাথিউ ওয়েড (২৫)। শেষদিকে ক্রিস জর্ডানের অপরাজিত ১৬ রানে স্বস্তির জয় নিশ্চিত হয় হোবার্টের। থান্ডারের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাদাব খান, নেন দুটি উইকেট।
সব মিলিয়ে, ব্যাটিংয়ে সুযোগ না পেলেও অভিষেক ম্যাচেই নিয়ন্ত্রিত বোলিং দিয়ে দলের জয়ে অবদান রেখে নিজের সামর্থ্যের বার্তাটা স্পষ্টভাবেই দিয়ে গেলেন রিশাদ হোসেন।
