৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের

৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের

৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের

মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। চা-বিরতির পর মাত্র চার ওভারের মধ্যেই সফরকারীদের দ্বিতীয় ইনিংস ১৩৮ রানে গুটিয়ে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

৪৬২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৮৭ রানে বিনা উইকেটে থাকা ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চের দুই পাশে ভয়াবহ ধসে পড়ে ১১২ রানে ৮ উইকেট হারায়। জ্যাকব ডাফির ৫ উইকেট (৫/৪২) ও আজাজ প্যাটেলের ৩/২৩–এর সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। ওপেনার ব্র্যান্ডন কিং সর্বোচ্চ ৬৭ রান করেন। ফাটল ধরা উইকেটে অসম বাউন্স ও নড়াচড়ায় ডাফি ও প্যাটেল ব্যাটসম্যানদের জন্য নিয়মিত হুমকি হয়ে ওঠেন।

এর আগে ব্যাট হাতে ম্যাচের ভিত গড়ে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। ডেভন কনওয়ে করেন ২২৭ ও ১০০ রান, অধিনায়ক টম ল্যাথাম করেন ১৩৭ ও ১০১। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম কোনো ওপেনিং জুটি একই ম্যাচে দু’ইনিংসে সেঞ্চুরি করল। সিরিজের শুরুতে ক্রাইস্টচার্চ টেস্ট ড্র হলেও ওয়েলিংটন ও মাউন্ট মঙ্গানুইয়ে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নেয় ব্ল্যাক ক্যাপসরা।