কক্সবাজারে হতাশার শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
রেজিস্ট্রেশন করলেও আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই সাকিব
-
2
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
3
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
4
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
5
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
কক্সবাজারে হতাশার শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের
কক্সবাজারে হতাশার শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের
কক্সবাজারের একাডেমি মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রতিপক্ষে বোলারদের সামনে সংগ্রাম করেই শেষ পর্যন্ত ১৩ রানের হার বরণ করতে হয় স্বাগতিকদের। বোলিং বিভাগে জারিন তাসনিম লাবণ্য দুর্দান্ত নৈপুণ্য দেখালেও সেই ছাপ ব্যাটারদের পারফরম্যান্সে আর রক্ষা পায়নি দল।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল ১৯ ওভার ৪ বলে গুটিয়ে যায় ৮৮ রানে। লাবণ্যের ধারালো বোলিংয়ে চার উইকেট হারানো প্রতিপক্ষ পুরো ইনিংসেই চাপে ছিল। তবু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সেই সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়।
৮৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। শুরুতেই ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা, পরের ওভারেই আউট হন সাদিয়া ইসলাম। মাইমুনা নাহার স্বর্ণা মণি গোল্ডেন ডাকের শিকার হলে ব্যাটিং বিপর্যয় আরও গভীর হয়। পাওয়ার প্লে শেষ হতেই ফারজানা ইয়াসমিন মেধা ফিরলে ২২ রানে চার উইকেট হারিয়ে পড়ে বাংলাদেশ।
দলের সংকটে একপ্রান্ত ধরে রাখার চেষ্টা করেন আরিত্রী নির্জনা মল। তবে ৩৮ বলে ২০ রানের ইনিংস দলকে জয়ের পথে ফেরাতে পারেনি। এরপর সাদিয়া আক্তারের ২০ বলে ১৬ ও ববি খাতুনের ১৮ বলে ১৩ রানে কিছুটা লড়াই দেখা গেলেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাকিস্তানের হয়ে শাহার বানু নেন তিনটি উইকেট, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ দখল করেন দুটি করে উইকেট। সিরিজের প্রথম ম্যাচে তাই ব্যাটিং ব্যর্থতার মূল্যই দিতে হলো বাংলাদেশের কিশোরী ক্রিকেটারদের।
