সিলেটে শুরু টেস্ট উৎসব, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক ,টিকিটের দাম জানুন
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
2
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
-
3
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
-
4
আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান
-
5
বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত
সিলেটে শুরু টেস্ট উৎসব, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক ,টিকিটের দাম জানুন
সিলেটে শুরু টেস্ট উৎসব, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক ,টিকিটের দাম জানুন
আগামী ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। সবুজে মোড়া সিলেটের দৃষ্টিনন্দন মাঠে টেস্ট সিরিজ ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টাইগারদের লাল বলের লড়াই দেখার জন্য।
সিরিজের শুরুতেই বাংলাদেশ দল শনিবার থেকে অনুশীলন শুরু করেছে। দলের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যিনি শীঘ্রই শততম টেস্ট খেলতে চলেছেন। অনুশীলনের সময় দেখা গেছে কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল, যারা ব্যাটারদের তত্ত্বাবধান করছেন। অন্যদিকে, সদ্য সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক নতুন ভূমিকায় দলের সঙ্গে ফিরেছেন ‘টিম ডিরেক্টর’ হিসেবে। একসময়ের সতীর্থরা একসঙ্গে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলনে অংশ নিয়ে দলের প্রস্তুতিতে উৎসাহ ছড়িয়ে দিচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই টেস্টের টিকিটের মূল্য ঘোষণা করেছে। দর্শকদের জন্য পাঁচটি শ্রেণির টিকিট নির্ধারণ করা হয়েছে। গ্রিন হিল এরিয়া এবং শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ২৫০ টাকা, এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা। অর্থাৎ, মাত্র ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।
মুশফিকুর রহিমের শততম টেস্ট এখনও মিরপুরে হবে, তবে সিলেটের এই প্রথম টেস্টও ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। সব মিলিয়ে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখন টেস্ট উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সাশ্রয়ী টিকিট, দলের অনুশীলনের দৃশ্য এবং মুশফিকের প্রতীক্ষিত রেকর্ড। সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে টেস্ট দেখার আগ্রহ এবং উত্তেজনা।
