টেস্ট অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানেন না লিটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
2
ওয়ানডেতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি
-
3
বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে
-
4
ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড
-
5
টেস্ট অধিনায়ক শান মাসুদকে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক নিয়োগ
টেস্ট অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানেন না লিটন
টেস্ট অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানেন না লিটন
টি-টোয়েন্টি দলে লিটন দাসের অধিনায়কত্ব বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। সাম্প্রতিক চারটি সিরিজে জয় অর্জন এবং এশিয়া কাপে ফাইনালের কাছাকাছি পৌঁছানোই প্রমাণ করছে, লিটনের নেতৃত্বে দল আত্মবিশ্বাসী। এবার খেলোয়ারদের নজর কেবল টি-টোয়েন্টি নয়, সম্ভাব্য টেস্ট নেতৃত্ব নিয়েও।
তিন ফরম্যাটেই দেশের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা লিটন পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুধুমাত্র টি-টোয়েন্টিতে। তাঁর অধীনে দল সর্বশেষ চারটি সিরিজে জিতেছে এবং এশিয়া কাপে সাফল্যের খুব কাছে পৌঁছেছে। এর ফলে বলা যায়, টি-টোয়েন্টি দল লিটনের নেতৃত্বে ভালো পারফরম্যান্স করছে।
লিটন নিয়মিত টেস্ট দলের সদস্য। গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর টেস্ট অধিনায়ককে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) টেস্ট অধিনায়ক ঠিক করতে হবে।
এ বিষয়ে এখনো বিসিবির সঙ্গে তাঁর আলোচনা হয়নি বলে জানিয়েছেন লিটন। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে আমি কিছু জানি না। তাঁরা যদি যোগ্য মনে করে, অবশ্যই তাঁরা আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।”
২০২৩ সালে সাকিব আল হাসান চোট পেলে লিটন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন। সেই ম্যাচে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছিল। ২০২৩ সালের শেষে লিটন আলোচনায় থাকলেও নেতৃত্ব নেন শান্ত।
লিটন স্পষ্ট করে বলেছেন যে, নতুন করে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তার আগ্রহ আছে। তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে আপনি যখন খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব (আপনার কাছে) অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ ‘না’ করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।”
এদিকে, লিটনের সামনে বর্তমানে প্রধান চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ছয়টি ম্যাচ রয়েছে।
এই সিরিজের লক্ষ্য সম্পর্কে লিটন বলেন, “সত্যি কথা বলতে আমি দুটি সিরিজে চাই, আমাদের খেলোয়াড়েরা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এ ছয়টা ম্যাচ থেকে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। পিছিয়ে থাকার মানে ম্যাচে না, চ্যালেঞ্জের কথা বলছি। আমি চাই যে বোলাররা যখন বল করবে, তারা যেন চাপের মধ্যে থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অনেকটাই সাহায্য করবে।”
