জাতীয় ক্রিকেট লিগের সূচি ঘোষণা, প্রথমবার অংশ নিচ্ছে ময়মনসিংহ বিভাগ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জাতীয় ক্রিকেট লিগের সূচি ঘোষণা, প্রথমবার অংশ নিচ্ছে ময়মনসিংহ বিভাগ
জাতীয় ক্রিকেট লিগের সূচি ঘোষণা, প্রথমবার অংশ নিচ্ছে ময়মনসিংহ বিভাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের সূচি। চার দিনের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে।
আসন্ন আন্তর্জাতিক লাল বল সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুতির অংশ হিসেবে এবারের এনসিএলে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের পরামর্শে প্রথম দুই রাউন্ডে ব্যবহার করা হবে কুকাবুরা বল। এরপর বাকি রাউন্ডগুলোতে খেলা হবে ডিউক বলে।
এছাড়া, বিসিবি বোর্ডের ২০২৫ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত ২০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রথমবারের মতো এনসিএলের চার দিনের ফরম্যাটে যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগ। এর ফলে, ঢাকা মেট্রো দল এবারের আসরে অংশ নিচ্ছে না।