ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হতাশা, রুবেলের চোখে সতর্কবার্তা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 12 ঘন্টা আগে আপডেট: 12 মিনিট আগে
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হতাশা, রুবেলের চোখে সতর্কবার্তা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হতাশা, রুবেলের চোখে সতর্কবার্তা
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট যেন ধীরে ধীরে অতীতের গৌরব হারাচ্ছে। অন্য সকল ক্রিকেট অনুরাগীর মতো হতাশ রুবেল হোসেনও। টাইগারদের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে শঙ্কিত তিনি।
রুবেল হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন, "আমরা চাই না ওয়ানডে সংস্করণ থেকে বাংলাদেশ হারিয়ে যাক। একটা সময় ওয়ানডে সংস্করণটা ছিল আমাদের সবচেয়ে পছন্দের। সবচেয়ে প্রিয় সংস্করণ। এই সংস্করণে বাংলাদেশ নিজেদের সেরা ছন্দে ছিল। ছিল অসংখ্য স্মরণীয় জয় আর গর্ব করার মতো অনেক রেকর্ড। কিন্তু আজ মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। কোথায় ভুল করছি? এত অভিজ্ঞ ম্যানেজমেন্ট, খুঁজে বের করুন।"
মিরাজের অধীনে বাংলাদেশ সর্বশেষ ১১ ওয়ানডের মধ্যে ১০টিতেই হেরে গেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ৩-০ ব্যবধানে হারের পর দলের হতাশা আরও বেড়েছে। রুবেল আরও বলেছেন,
"বাংলাদেশে ক্রিকেট শুধু একটা খেলা না, এটা আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা। আজকের (আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে) এমন হার খুবই দুঃখজনক। সময় এসেছে নিজেদের নতুন করে ভাবার, নতুন করে গঠনের।"
অধিনায়কত্ব বদলের সঙ্গে কোচিং স্টাফও পরিবর্তন হয়েছে। চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাহ উদ্দীন, পেস ও স্পিন কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন শন টেইট ও মুশতাক আহমেদ। রুবেলের কোটগুলো প্রমাণ করছে, তিনি মনে করেন এই নতুন স্টাফদের সক্রিয় ভূমিকা ছাড়া বাংলাদেশ ওয়ানডেতে পুনরায় সাফল্য দেখাতে পারবে না।
সাইফ হাসানের প্রত্যাবর্তনটাই কিছুটা আলোকবর্তিকা। রুবেল লিখেছেন, "সাইফ। তুই এখন দারুণ ফর্মে আছিস। এই ছন্দটা ধরে রাখিস।"
সাইফ টেস্ট ও টি-টোয়েন্টি দুটোই দারুণ পারফর্ম করছেন, কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ এখনও স্থির হতে পারছে না। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ৯৩ রানে অলআউট হওয়া দল একবারে বিষয়টি প্রমাণ করে দিয়েছে। ওয়ানডেতে ছয়বার ২০০ বা তার বেশি রানে হারের মতো বিব্রতকর রেকর্ড এখন বাংলাদেশের কাছে অপ্রিয় স্মৃতি।
রুবেলের কথা গুলো স্পষ্ট করে বলছে ক্রিকেট বাংলাদেশের শুধু খেলা নয়, এটি অনুভূতি এবং ভালোবাসার প্রতীক। বর্তমান পরিস্থিতিতে তার কথাগুলো সতর্কবার্তা হিসেবে দল এবং কোচিং স্টাফদের সামনে দাঁড়িয়ে আছে।