আমরা এত খারাপ দলও নাঃ মিরাজ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 13 ঘন্টা আগে আপডেট: 15 মিনিট আগে
আমরা এত খারাপ দলও নাঃ মিরাজ

আমরা এত খারাপ দলও নাঃ মিরাজ

আমরা এত খারাপ দলও নাঃ মিরাজ

বাংলাদেশ ক্রিকেট দলে এখন শুধুই হতাশা। টানা ৩ ম্যাচে পাত্তাই পায়নি আফগানদের কাছে। কিন্তু হতাশার মাঝেও দলের প্রতি আস্থা রাখছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তেমনটাই বললেন দলের অধিনায়ক। 

মিরাজের মতে, ব্যর্থতা এড়িয়ে নয় বরং সেটাকে বুঝে উঠে দাঁড়ানোই এখন সময়ের দাবি। দলের প্রধান দুর্বলতা হিসেবে তিনি দেখছেন ব্যাটিংয়ের অস্থিরতা।

"সবাই কাজ করছে। ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই। অনেক সময় অনেক কিছু পক্ষে আসে না। খারাপ সবাই একসাথেই খেলছি। যারাই ভালো করছে আউট হয়ে যাচ্ছে। আমাদের স্কোরও ৩০–৩৫ করে আউট হচ্ছি। ব্যাটাররা এভাবে আউট হলে আমাদের জন্য কঠিন। বিশ্বাস রাখি, আমরা এতটা খারাপ দল না, যতটা খারাপ খেলছি।"

দলের এই ধারাবাহিক ব্যর্থতার পরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মিরাজ। তাঁর বিশ্বাস, বাংলাদেশ এখনো ‘খারাপ দল’ নয়, শুধু ভুলগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে। "আসলে আমরা এত খারাপ দলও না যতটা খারাপ খেলছি। এখানে যদি উন্নতি না করতে পারি আরও কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি তাহলে আরও কঠিন হবে আমাদের জন্য।"

সংবাদসম্মেলনে মিরাজ আরো বলেন, "অধিনায়ক হিসেবে আমার দলের প্রতি চাওয়া থাকবে যে ব্যাটসম্যানরা যে জায়গাটায় উন্নতি করা দরকার সেটা হয়তো রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না কিন্তু মেন্টালি স্ট্রং থাকাটা খুবই জরুরী। আমার কাছে মনে হয় আমাদের কোচিং স্টাফরা মেন্টালি অনেক সাপোের্ট দিচ্ছে। এবং অধিনায়ক হিসেবে আমারও কাজ হচ্ছে দলকে উজ্জীবিত করা।"

অধিনায়ক হিসাবে ব্যর্থতার দায় নিয়ে মিরাজ বলেন, "যদি ভালো ক্রিকেট খেলতাম ভালো লাগত। যেহেতু খেলিনি সবাইকে দায় নিতে হবে, অধিনায়ক হিসেবে আমাকেও দায় নিতে হবে। আমি আশা করছি আমাদের দল কামব্যাক করবে। আমি বিশ্বাস করি এবং দলকে সেভাবেই বুস্ট আপ করব। আশা করি দর্শকদের (সামনে) সেরকম ম্যাচ উপহার দিতে পারব।"