শেষ সেশনে স্বস্তির হাসি, আত্মবিশ্বাসী হাসান মাহমুদ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শেষ সেশনে স্বস্তির হাসি, আত্মবিশ্বাসী হাসান মাহমুদ

শেষ সেশনে স্বস্তির হাসি, আত্মবিশ্বাসী হাসান মাহমুদ

শেষ সেশনে স্বস্তির হাসি, আত্মবিশ্বাসী হাসান মাহমুদ

সিলেট টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ দল। দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের চার উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফিরেছে স্বাগতিকরা। এমন এক দিনে পেসার হাসান মাহমুদ মনে করেন, ব্যাটিং সহায়ক উইকেটেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে দল। তাঁর বিশ্বাস, ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন স্পিনাররাই।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, “ব্যাটিংয়ের জন্য উইকেটটা খুবই ভালো। আমরা ডিসিপ্লিনড বোলিং করেছি। ইকোনমি তিন করে আছে। খুব ভালোভাবে আজকের দিনটা শেষ করেছি।”

ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের স্পিনাররা ছিলেন আলোচনায়। আয়ারল্যান্ডের আট উইকেটের মধ্যে ছয়টিই আসে স্পিনারদের হাতে। শেষ সেশনে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। উইকেটের ধরণ ও সময়ের সঙ্গে তার পরিবর্তন নিয়ে হাসানের পূর্বাভাসও আশাব্যঞ্জক। তিনি বলেন,

“যতদিন যাবে, উইকেটটা স্পিনারদের জন্য আরও টার্ন হবে। বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে, তাহলে স্পিনাররাই দিনশেষে টেক ওভার নেবে।”

তবে ফিল্ডিংয়ে কিছু ভুল চোখে পড়েছে। ম্যাচে তিনটি ক্যাচ মিসের কারণে বাড়তি রান হজম করতে হয় বাংলাদেশকে। তা নিয়ে হাসানের প্রতিক্রিয়া,

“এটা ম্যাচের অংশ। ক্যাচ মিস হবেই, কিন্তু আমরা এটাকে পজিটিভভাবে নেই যে চান্স আসছে। পরের বার ফিল্ডাররা আরও প্রস্তুত থাকবে। অবশ্যই ভালো লাগে না, কিন্তু সবাই চেষ্টা করছে।”

ফিল্ডিংয়ে উন্নতির জন্য দলের নিয়মিত প্রচেষ্টার কথাও জানান এই তরুণ পেসার। তাঁর ভাষায়, “আমরা প্রতিদিন মাঠে ফিল্ডিং সেশন করি। চেষ্টা করি যাতে আরও উন্নতি করা যায়। আজ হয়তো কয়েকটা মিস হয়েছে, পরের ম্যাচগুলোতে এটা কমে যাবে।”

সবশেষে দলের বর্তমান অবস্থান নিয়ে আশাবাদী হাসান জানান, “আমরা এখন খুব ভালো পজিশনে আছি। কালকে যদি তাড়াতাড়ি উইকেট নেওয়া যায়, সব কন্ট্রোলে চলে আসবে। ব্যাটিং উইকেটে ৩০০ রান খুব বেশি নয়। আমরা চেষ্টা করব ওদের কম রানে আটকে ফেলতে।”

দিনশেষে তাই স্বাগতিক শিবিরে এক ধরনের আত্মবিশ্বাস। উইকেট ব্যাটিং সহায়ক হলেও শেষ সেশনে বাংলাদেশি বোলারদের শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সে তৈরি হয়েছে ম্যাচের নিয়ন্ত্রণের সম্ভাবনা যা হাসানের চোখে বাংলাদেশের জন্য “খুব ভালো এক সূচনা”।