সিলেট টেস্টে প্রথম সেশনে দাপট দেখালো আয়ারল্যান্ড
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন, প্রকাশিত হলো মেমোরেবল ম্যাচ টিকেটস
-
2
নেলসনে নাটকীয় জয়, সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
-
3
ফুটবলের দখলে ক্রিকেট মাঠ, ক্ষুব্ধ আসিফ আকবর
-
4
উত্তরবঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন, তামিমের সেঞ্চুরিতে সিরিজে সমতা
-
5
২৫ বছরে ১০৮ ক্রিকেটারের টেস্ট অভিষেক, সিলেটে ক্যাপ পেলেন হাসান মুরাদ
সিলেট টেস্টে প্রথম সেশনে দাপট দেখালো আয়ারল্যান্ড
সিলেট টেস্টে প্রথম সেশনে দাপট দেখালো আয়ারল্যান্ড
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। পল স্ট্যালিং অপরাজিত আছেন ৫৮ রানে এবং ক্যাডে কারমাইকেল ৩০ রানে। আইরিশদের একমাত্র উইকেটটি শিকার করেন হাসান মাহমুদ।
সিলেটের মাটিতে শুরু হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজ। দীর্ঘ সময় পর দুই দলই টেস্টে নেমেছে। শুধুমাত্র পুরনো স্মৃতি নয়, নিজেদের ফর্ম ফেরানোরও এটি বড় সুযোগ।
বাংলাদেশের দল দীর্ঘ বিরতির পর মাঠে নামলেও পিচের সামান্য বাউন্স ও স্পিন সুবিধা তাদের হাতে বড় অস্ত্র এনে দিতে পারে। স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দলের মূল ভরসা। পেস আক্রমণে এবাদত হোসেন ও হাসান মাহমুদ কার্যকর ভূমিকা রাখবেন।
ওপেনিংয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, মিডল অর্ডারে দলের অভিজ্ঞতার ভার বহন করবেন মমিনুল হক, মু্শফিকুর রহিম ও লিটন দাস।
আয়ারল্যান্ডের দলও বড় চ্যালেঞ্জের মুখে। চারজন নতুন মুখ নিয়ে মাঠে নামছে, তবে পল স্টার্লিং ও হ্যারি টেক্টর অভিজ্ঞ নেতৃত্ব দেবেন। বিশেষ নজর থাকবে অ্যান্ডি ম্যাকব্রাইন-এর ওপর, যিনি ব্যাটিং ও স্পিন উভয় ক্ষেত্রেই দলের প্রধান শক্তি।
সিলেট পিচ প্রাথমিকভাবে পেসারদের সুবিধা দেবে, পরে স্পিনারদের বল-খেলা প্রভাবিত করতে পারে। বাংলাদেশ অভিজ্ঞতা ও স্পিন আক্রমণে এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডের নতুনরা চমক দেখাতে পারলে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হবে।
