আফগানদের হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের যুবাদের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আফগানদের হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের যুবাদের
আফগানদের হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের যুবাদের
দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহ ফিরেছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে। ২০০৮ সালের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করল পুন্ড্রনগর বগুড়া, আর সেই ঐতিহাসিক ম্যাচেই জয় দিয়ে ফিরল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল।
সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে আলোকস্বল্পতার কারণে পুরো ওভার খেলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। টপ অর্ডারের ব্যর্থতায় দল পড়ে যায় চাপে। তবে চতুর্থ উইকেটে কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের দারুণ জুটিতে ম্যাচে ফেরে তরুণরা। দুজনের ব্যাটে আসে ১৩৯ রানের মূল্যবান পার্টনারশিপ। কালাম সিদ্দিকি তুলে নেন সেঞ্চুরি ১১৯ বলে ১০১ রান করে ফেরেন তিনি। অপরপ্রান্তে রিজান হোসেনের লড়াকু ইনিংস দলকে রাখে জয়ের পথে।
এর আগে আফগানদের ইনিংসে একাই আলো ছড়ান উজাইরউল্লাহ নিয়াজাই। তিনি অপরাজিত থেকে খেলেন ১৩৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন। তিনি ৫৭ রানে ৫ উইকেট শিকার করে হন ম্যাচসেরা।
এই জয় দিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৩১ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ, এরপর রাজশাহীতে গড়াবে বাকি তিনটি ওয়ানডে।
