আর্চারের প্রত্যাবর্তন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আর্চারের প্রত্যাবর্তন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড

আর্চারের প্রত্যাবর্তন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড

আর্চারের প্রত্যাবর্তন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড

বিশ্ব মঞ্চে আবারও নিজেদের আধিপত্য দেখানোর বার্তা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইংল্যান্ড। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য সামনে রেখে শক্তির সঙ্গে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে একাধিক আলোচিত পরিবর্তন এনেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা গতি তারকা জোফরা আর্চার আবারও ফিরেছেন জাতীয় দলে। তাঁর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ইংল্যান্ডের পেস আক্রমণে নতুন করে গতি ও ভয়ংকর ধার যোগ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। 

তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জস টাংয়ের অন্তর্ভুক্তি। চলতি বছরে ‘মেনস হান্ড্রেড’ টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি অ্যাশেজে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তাঁকে মূল পেসার হিসেবে বেছে নিয়েছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক হ্যারি ব্রুক।

দলে অভিজ্ঞতার ভারসাম্য আনতে ফিরেছেন উইল জ্যাকস ও ওপেনার জ্যাক ক্রলি। অন্যদিকে জায়গা হয়নি জর্ডান কক্স ও সাকিব মাহমুদের মতো কয়েকজন ক্রিকেটারের। ২০১০ ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্মৃতি বুকে নিয়ে ইংল্যান্ড গত আসরে সেমিফাইনাল পর্যন্ত যাত্রা করেছিল। এবার তরুণ অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে আরও আক্রমণাত্মক ও সাহসী ক্রিকেট খেলতে চায় দলটি।

শক্তিশালী ব্যাটিং ইউনিট, বৈচিত্র্যময় স্পিন ও পেস আক্রমণ সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখা হচ্ছে।

ইংল্যান্ডের স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জস টাং ও লুক উড।