ইনজুরি শঙ্কা সত্ত্বেও কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রেখেই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিপিএল খেলা ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান টিম ঘোষণা
-
2
তিন বছর আগের সাঙ্গাকারার কথা, আজ বাস্তবে কাজে লাগাচ্ছেন সাকিব
-
3
জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস
-
4
শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারাল সিলেট
-
5
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
ইনজুরি শঙ্কা সত্ত্বেও কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রেখেই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
ইনজুরি শঙ্কা সত্ত্বেও কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রেখেই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
ইনজুরি শঙ্কা থাকলেও প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আইসিসির নির্ধারিত সময়সীমা ২ জানুয়ারির আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
লম্বার স্ট্রেস ইনজুরির কারণে গত জুলাইয়ের পর খুব কম ক্রিকেট খেলেছেন কামিন্স। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ফিরলেও ঝুঁকি না নিয়ে তাকে সিরিজের বাকি অংশে খেলানো হয়নি। বিশ্বকাপে তার খেলা নির্ভর করছে আগামী চার সপ্তাহ পর আরেকটি স্ক্যানের ফলাফলের ওপর।
কোচ ম্যাকডোনাল্ড বলেন, “প্যাটকে স্কোয়াডে রাখা হবে। চার সপ্তাহ পর স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”উল্লেখ্য, ক্যারিবিয়ান বিশ্বকাপের পর আর কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেননি কামিন্স।
অন্যদিকে, হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে পুরো অ্যাশেজ সিরিজ মিস করলেও হ্যাজেলউডের ফিটনেস নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।ম্যাকডোনাল্ড বলেন, “জশ আবার বোলিং শুরু করেছে, সময়ের মধ্যে সে ফিট হয়ে উঠবে বলেই মনে হচ্ছে।”
বক্সিং ডেতে হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে গিয়ে গ্রেড-টু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টিম ডেভিড। ফলে চলতি বিগ ব্যাশ লিগের বাকি অংশে আর দেখা যাবে না তাকে। তবে বিশ্বকাপের শুরু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ায় তার সেরে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। কোচের ভাষ্য, “টাইমলাইন টিম ডেভিডের পক্ষেই আছে। আশা করছি সে সময়মতো প্রস্তুত থাকবে।”
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে প্রথম দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থাকায় প্রয়োজনে ডেভিডকে বাড়তি সময় দেওয়ার সুযোগও থাকছে।
এদিকে, বিগ ব্যাশে পারফরম্যান্স বা নতুন ইনজুরির ওপর ভিত্তি করে বিশ্বকাপ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আসতে পারে। প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, যার ফলে কয়েকজন ক্রিকেটার বিগ ব্যাশের ফাইনাল পর্ব মিস করতে পারেন।
