নোয়াখালীর ব্যাটিং ব্যর্থতায় রাজশাহীর সহজ জয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস
-
2
তিন বছর আগের সাঙ্গাকারার কথা, আজ বাস্তবে কাজে লাগাচ্ছেন সাকিব
-
3
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
-
4
পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
-
5
সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ, বড় জয়ে এগিয়ে এমআই এমিরেটস
নোয়াখালীর ব্যাটিং ব্যর্থতায় রাজশাহীর সহজ জয়
নোয়াখালীর ব্যাটিং ব্যর্থতায় রাজশাহীর সহজ জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইকেটে হারিয়ে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নোয়াখালীর দেওয়া ১২৫ রানের লক্ষ্য ১৭.৫ ওভারেই পূরণ করে ফেলে রাজশাহী।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকেই নোয়াখালীর ব্যাটিং লাইন-আপে চাপে রাখেন রাজশাহীর বোলাররা। ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী। ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ৫ রান করে ফিরলে চাপ বাড়তে থাকে।
মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাজ সাদাকাত ও হায়দার আলি। মাজ ১৯ বলে ২৫ রান করেন এবং হায়দার আলি দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন। তবে বড় কোনো জুটি না হওয়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নোয়াখালী এক্সপ্রেস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানেই থামে তাদের ইনিংস।
রাজশাহীর হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রিপন মন্ডল। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া তানজিম হাসান সাকিব নেন ২টি উইকেট। বোলারদের দাপটেই নোয়াখালীকে কম রানে আটকে রাখতে সক্ষম হয় রাজশাহী।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের শুরুটা খুব ভালো না হলেও দ্রুত ছন্দে ফেরে দলটি। ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক ব্যাটিং করে ২০ বলে ২৯ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৪ রান।
মাঝপথে কিছু উইকেট হারালেও অভিজ্ঞ মুশফিকুর রহিম দায়িত্বশীল ব্যাটিং করেন। তিনি ৩০ বলে অপরাজিত ২৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইয়াসির আলি অপরাজিত ২৩ রান করে মুশফিককে দারুণ সঙ্গ দেন।
শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় দলটি। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় টানা ৩ হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে নোয়াখালী এক্সপ্রেস।
