টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড, ৮ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন ভুটানের সোনাম ইয়েশে

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড, ৮ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন ভুটানের সোনাম ইয়েশে

টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড, ৮ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন ভুটানের সোনাম ইয়েশে

টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড, ৮ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন ভুটানের সোনাম ইয়েশে

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন ভুটানের তরুণ স্পিনার সোনাম ইয়েশে। এক ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে তিনি হয়ে উঠেছেন টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম বোলার, যিনি এই কীর্তি গড়লেন।

২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে মাত্র ৭ রান খরচায় ৪ ওভারে শিকার করেন ৮ উইকেট। তার বিধ্বংসী স্পেলে ভেঙে পড়ে মিয়ানমারের ব্যাটিং লাইনআপ। ভুটানের ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৫ রানেই গুটিয়ে যায় মিয়ানমার।

এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ভুটান। পুরো সিরিজে সোনাম ইয়েশে ছিলেন সবচেয়ে সফল বোলার নেন মোট ১৩ উইকেট।

এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল ছয়জন বোলারের। পুরুষ ক্রিকেটে দুজন ও নারী ক্রিকেটে চারজন। নারী টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড রয়েছে ইন্দোনেশিয়ার রোহমালিয়ার, যিনি ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৭ রানে বিনিময়ে শূন্য রান খরচ করে ৭ উইকেট নেন। পুরুষ ক্রিকেটে এর আগে সেরা বোলিং ফিগার ছিল মালয়েশিয়ার স্যাজারুল ইদ্রুসের চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট।

২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে তিন উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন সোনাম ইয়েশে। এরপর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে ৩৫টি ম্যাচে ৩৮ উইকেট তুলে নিয়ে ভুটানের অন্যতম সেরা বোলারে পরিণত হয়েছেন তিনি।