জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস

জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস

জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস

নিম্নমানের প্রস্তুতি আর শেষ মুহূর্তের নাটকীয়তায় সমালোচনার জন্ম দেওয়া চট্টগ্রাম রয়্যালস শেষ পর্যন্ত বিপিএল শুরুর একদিন আগেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এরপর ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জোড়াতালি দিয়ে প্রথম ম্যাচ মাঠে নামলেও এবার চট্টগ্রামের সমর্থকদের জন্য স্বস্তির খবর দিল দলটি।

নতুন করে এক দেশি ও তিন বিদেশি ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চট্রগ্রাম রয়্যালসের ফেসবুক পেইজে প্রকাশ করা হয় বিষয়টি। চট্রগ্রামে যোগ দিচ্ছিলেন বাংলাদেশ টেস্ট দলের বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। এর আগে ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএল খেলেছেন তিনি। এবার নতুন ঠিকানায় দেখা যাবে জাতীয় দলের এই ওপেনারকে।

সাদমানের পাশাপাশি তিনজন বিদেশি ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। পাকিস্তানের পাওয়ারহিটার আসিফ আলীর সঙ্গে বিপিএলে খেলতে আসছেন আমের জামাল ও হাসান নাওয়াজ। বিদেশি ক্রিকেটারের সংকটে প্রথম ম্যাচে মির্জা তাহির বেগ ও মাসুদ গুরবাজকে একাদশে রেখেই খেলতে হয়েছিল দলটিকে।

নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের যুক্ত হওয়ায় চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াডে ভারসাম্য ফিরবে বলে আশাবাদী দল সংশ্লিষ্টরা। টালমাটাল শুরুর পর এখন মাঠের পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য চট্টগ্রামের।