ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
4
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের
-
5
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
আগামী মাসে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি ফিঙ্গার স্পিনার জেডেন লেনক্স।
ভারতের বিপক্ষে ওয়ানডে দলে লেনক্সের সঙ্গে জায়গা পেয়েছেন অভিষেকহীন বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগ স্পিনিং অলরাউন্ডার আদিত্য আশোক, পেস বোলিং অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং ফাস্ট বোলার মাইকেল রে যিনি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক করেছেন।
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার চোটে থাকায় ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। তবে গ্রোইন ইনজুরি সামলে নিয়ে টি-টোয়েন্টি দলে আবারও অধিনায়কের দায়িত্বে ফিরছেন স্যান্টনার।
টি-টোয়েন্টি দলে আছেন আগ্রাসী ব্যাটার বেভন জ্যাকবস ও টিম রবিনসন। চোট কাটিয়ে ফিরেছেন মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ওয়ানডে সিরিজে খেলবেন না হেনরি।
এসএটি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলতে থাকায় ওয়ানডে সিরিজে থাকছেন না কেন উইলিয়ামসন।
আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি ক্রিস্টিয়ান ক্লার্কের। চোটের কারণে দলে বিবেচনায় আসেননি নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন টম ল্যাথাম তার ।
কাইল জেমিসন ও জ্যাক ফাউলকস দুই ফরম্যাটের দলেই রয়েছেন। ব্যস্ত হোম সিজন শেষে ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে।
ওয়ানডেতে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন মিচেল হে, আর টি-টোয়েন্টিতে গ্লাভস পরবেন ডেভন কনওয়ে। আইএল টি-টোয়েন্টি, এসএটি-টোয়েন্টি ও বিগ ব্যাশে ব্যস্ত থাকায় লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন ও টিম সাইফার্ট সিরিজের শেষ ভাগে টি-টোয়েন্টি দলে যোগ দেবেন।
আগামী ১১ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের ভারত সফর। এরপর ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ড ওয়ানডে দল:
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউলকস, মিচেল হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়াং
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, ইশ সোধি
