রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প

রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প

রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প

আন্তর্জাতিক মঞ্চে অল্প সময়ে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে আফগান ক্রিকেট দল। কিন্তু তাদের তারকা খেলোয়াড়রা নিজেদের দেশে এখনো স্বাভাবিকভাবে খেলতে পারছেন না। এমনই বাস্তবতার মুখোমুখি হয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান।

শক্তিশালী দলকে হারিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ২ বিশ্বকাপেই চমক সৃষ্টি করেছে আফগানিস্তান। কিন্তু ১৬ বছরের ক্যারিয়ারে মোহাম্মদ নবী ও রশিদ খান ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে নিজের দেশের জীবনযাত্রা নিয়ে আলাপচারিতায় রশিদ খান বলেছেন, "আফগানিস্তানের রাস্তায় আমি হাঁটতে পারি না। আমার বুলেটপ্রুফ গাড়ি আছে।"

পিটারসেন জানতে চেয়েছিলেন, কেন তাকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। উত্তরে আফগান লেগস্পিনার বলেন, "নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। আপনি ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে নিশ্চয়ই পড়তে চাইবেন না। আফগানিস্তানে এটা স্বাভাবিক ঘটনা। প্রত্যেকেই ব্যবহার করেন।"

২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহার করলে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। বিগত চার বছরে রশিদ খান বিশেষ করে নারী শিক্ষা ও অধিকার নিয়ে সামাজিক মাধ্যমে তালেবান সরকারের নীতির সমালোচনা করেছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত দেশে ক্রিকেট খেলা তার জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। পিটারসেনের সঙ্গে আলাপে তিনি বলেন,

"আমি বাইরে বের হতে পারতাম না। ক্রিকেট খেলার কোনো অনুমতি ছিল না। আফগানিস্তানের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল।"

একসময় আফগানিস্তানে খেলাটাই অসম্ভব হয়ে গেলেও, এখন রশিদ খান আন্তর্জাতিক মঞ্চে রাজত্ব করছেন। তার লেগস্পিন এবং গুগলিতে বিশ্বের সেরা ব্যাটারদের চমকে দিচ্ছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০৪ ম্যাচে ৬.৫৮ ইকোনমিতে ৬৮৫ উইকেট নিয়েছেন। তবে আফগানিস্তানের জার্সিতে নিজ দেশে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি তিনি।