তিন বছর আগের সাঙ্গাকারার কথা, আজ বাস্তবে কাজে লাগাচ্ছেন সাকিব

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তিন বছর আগের সাঙ্গাকারার কথা, আজ বাস্তবে কাজে লাগাচ্ছেন সাকিব

তিন বছর আগের সাঙ্গাকারার কথা, আজ বাস্তবে কাজে লাগাচ্ছেন সাকিব

তিন বছর আগের সাঙ্গাকারার কথা, আজ বাস্তবে কাজে লাগাচ্ছেন সাকিব

জাতীয় দলের জার্সি আপাতত না থাকলেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন সাকিব আল হাসান। এমআই এমিরেটসের হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। টুর্নামেন্টের ফাঁকে আইএলটি-টোয়েন্টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং ক্রিকেট দর্শন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সাকিবের দৈনন্দিন ফিটনেস রুটিন নিয়ে জানতে চাওয়া হলে জিমে সময় দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। নিয়মিত অনুশীলনের পাশাপাশি নিজের ভেতরের অনুপ্রেরণার কথাও তুলে ধরেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, "একবার যাই। আমি চেষ্টা করছি মাঝেমধ্যে যেন অন্তত ২ বার করে যেতে পারি। আমার মনে হয় আমার ভেতর (খেলার) ক্ষুধাটা এখনও রয়ে গেছে। নাহলে আমি ক্রিকেট খেলা চালিয়ে যেতাম না। আমি খেলাটা এখনও অনেক ভালোবাসি। খেলাটা আমাকে খুশি করে দেয়। মাইন্ড ফ্রেশ করে দেয়। এটাই সেরা ব্যাপার আমার জন্য।"

নিজের অনুশীলন পদ্ধতি এবং বয়সের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে সাকিব স্মরণ করেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার একটি পরামর্শ। অভিজ্ঞতা থেকে পাওয়া সেই শিক্ষা এখন বাস্তবে কাজে লাগানোর কথাও জানান তিনি। সাকিবের ভাষায়, "নেটে আমি অনেক সময় কাটাই। শরীর যদি স্লো হয়ে যায়, তখন বেশি ট্রেনিং দরকার হয়। ৩ বছর আগে সাঙ্গাকারা আমাকে এটা বলেছিলেন, আমি এখন এটা বুঝতে পারছি। ফলে কিছুটা বেশি সময় নিচ্ছি ছন্দে ফিরতে। বেশি সেশন, সময় দিচ্ছি নিজেকে।"

দলের ভেতরে ভূমিকা বণ্টন ও ম্যাচ জয়ের সমীকরণ নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন সাকিব। ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্যকে ক্রিকেটের মূল চাবিকাঠি হিসেবে দেখেন এই অলরাউন্ডার। সেই সঙ্গে নিজের মানসিক প্রস্তুতির পরিবর্তনের কথাও জানান।

 সাকিব বলেন, "আমার মনে হয় সবারই ভূমিকা আছে। ব্যাটাররা খেলাটা সেটআপ করে দিলেও, বোলারদের ম্যাচটা জেতাতে হয়। খুব ভালো ব্যাটিং দল হয়ে লাভ নেই, বোলিংয়ে ভালো না হলে। ফলে বোলিং এখনও অনেক গুরুত্বপূর্ণ। দেড় বছর আগে আমি বেশি প্ল্যান না করার সিদ্ধান্ত নেই। এখন ভালো জায়গায় আছি। কমফোর্টেবল জোনে আছি। আমি এভাবেই থাকতে চাই।"

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই পর্বে সাকিবের কথাবার্তায় স্পষ্ট খেলা থেকে দূরে না গিয়ে বরং নিজেকে নতুনভাবে প্রস্তুত রাখাই এখন তার প্রধান লক্ষ্য।