শেষ ম্যাচেও হেরে ক্যারিবিয়ানদের কাছে ধবলধোলাই বাংলাদেশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শেষ ম্যাচেও হেরে ক্যারিবিয়ানদের কাছে ধবলধোলাই বাংলাদেশ

শেষ ম্যাচেও হেরে ক্যারিবিয়ানদের কাছে ধবলধোলাই বাংলাদেশ

শেষ ম্যাচেও হেরে ক্যারিবিয়ানদের কাছে ধবলধোলাই বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা।

চট্রগ্রামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। পারভেজ ইমন ৯ এবং অধিনায়ক লিটন দাস আউট হন ৯ রান করে। তৃতীয় উইকেটে সাইফ হাসানের সাথে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়েন তানজিদ তামিম।

২৩ রানে সাইফ ফিরলে আর ঘুরে দাড়াতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিম এক প্রান্ত থেকে রান করে গেলেও অন্য প্রান্তে চলেছে আসা যাওয়ার মিছিল। শতকের খুব কাছে গিয়েও মাত্র ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলে আউট হন তামিম।

তামিম, সোহান ও শরিফুলকে আউট করে হ্যাটট্রিক পূর্ন করেন রোমারিও শেফার্ড। নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫১ রান। তামিম আর সাইফ বাদে কেউ করতে পারেনি দুই অঙ্কের রান।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেখ মাহেদী বলে শুরুতেই অ্যালিক আথানজে ফিরলেও বাংলাদেশী ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিসে শুরু থেকেই জয়ের দিকে ক্রমেই এগিয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। নাসুমের বলে ৮ রান করে ব্রেন্ডন কিং ফেরার পর ৩৪ রানে আমির জাঙ্গুকে ফেরান রিশাদ।

সফরকারীরা ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর তখন জয়ের সুযোগ ছিলো বাংলাদেশের সামনে। তবে রাস্টন চেজ এবং আকিম অগাস্টের ৪৬ বলে ৯১ রানের দুর্দান্ত জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেব আকিম। রিশাদ এই দুই ব্যাটারকে ফেরালেও লাভ হয়নি।

১৯ বল হাতে রেখে ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৩ টি উইকেট নেন রিশাদ, নাসুম ও মাহেদী নেন ১ টি করে।