ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা, লিটনের চোখে হারের কারণ শিশির

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 8 মিনিট আগে
ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা, লিটনের চোখে হারের কারণ শিশির

ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা, লিটনের চোখে হারের কারণ শিশির

ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা, লিটনের চোখে হারের কারণ শিশির

সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ছিল বাংলাদেশ দলের। কিন্তু মাঠে নামার পর সেই আশার আলো মিলিয়ে গেল ব্যাটিং ব্যর্থতার ঘন অন্ধকারে। টস জিতে ব্যাটিং নেওয়ার পরও দল গুটিয়ে গেল মাত্র ১৫১ রানে যেখানে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল দুজন ব্যাটার। একের পর এক উইকেট হারিয়ে হাল ছাড়ার মতো দৃশ্য দেখা গেল টাইগার শিবিরে। অথচ একই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা দেখালেন আত্মবিশ্বাসী ক্রিকেট। সহজ শটে, নিখুঁত টাইমিংয়ে মাত্র ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক লিটন দাস দায় দিলেন শিশিরকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, “আমার মনে হয় মাঝে মাঝে কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণ করা যায় না। যখন তারা ব্যাট করেছে, তখন শিশির বেশি পড়েছে। তারা ভাগ্যবান ছিল যে পরে ব‌্যাটিং করতে পেরেছিল। যা আমরা খেলার আগে বিচার করতে পারি না বা আমাদের নিয়ন্ত্রণেও থাকে না।”

লক্ষ্য তাড়ায় শুরুটা যদিও ধীরগতির ছিল ওয়েস্ট ইন্ডিজের, প্রথম তিন ওভারে মাত্র ছয় রান তুলতে পেরেছিল তারা। কিন্তু উইকেট বুঝে নেওয়ার পর আমির জাঙ্গু, রোস্টন চেজ আর আকিম আগাস্তে মিলেই ম্যাচটা নিজেদের করে নেন। বিশেষ করে চতুর্থ উইকেটে চেজ ও আগাস্তের ৪৬ বলে ৯১ রানের ঝড়ো জুটি বাংলাদেশের সব আশাই গুঁড়িয়ে দেয়। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাঁচ উইকেটে হার, তাই পরিণত হয় তিক্ত লজ্জায়।

তবু প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি লিটন দাস। “পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দারুণ ব‌্যাটিং ও বোলিং করেছে। সিরিজের আগে আমরা কঠিন সময়ের মুখোমুখি হতে চেয়েছিলাম। তারা আমাদেরকে কঠিন সময়ই দিয়েছে। আশা করছি আমরা শক্তভাবে ফিরে আসবো এবং সেরা খেলাটা খেলে এগিয়ে যাবো,”