ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ ২০২৬ টি-২০ বিশ্বকাপ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
-
2
চট্টগ্রামকে হারিয়ে রংপুরের ৫ উইকেটের জয়
-
3
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
-
4
মুস্তাফিজ বাদে ক্ষুব্ধ বাংলাদেশের সরকার, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
-
5
সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ ২০২৬ টি-২০ বিশ্বকাপ
ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ ২০২৬ টি-২০ বিশ্বকাপ
২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মাটিতে অংশগ্রহণ করবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রবিবার অনুষ্ঠিত পরিচালকসভায় ১৭ সদস্যের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। বোর্ডের পক্ষ থেকে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্যও বিসিবি আইসিসির কাছে আবেদন করবে। এর আগে পাকিস্তানও শ্রীলঙ্কায় তাদের খেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আসর শুরু হবে ৭ ফেব্রুয়ারি, যেখানে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।
এ সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এর আগে ভারতের আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গন এবং সরকারি উপদেষ্টারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, "বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।"
