টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বুধবারই জানা যাবে

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বুধবারই জানা যাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বুধবারই জানা যাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বুধবারই জানা যাবে

বিশ্বকাপ মানেই উত্তেজনা, কিন্তু বাংলাদেশের সামনে এবার উত্তেজনার চেয়েও বড় হয়ে উঠেছে অনিশ্চয়তা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলতে যাচ্ছে আগামী বুধবার (২১ জানুয়ারি)। ওই দিনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।

গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে বিসিবিকে এ তথ্য নিশ্চিত করেন আইসিসির প্রতিনিধিরা। বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। একই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।

ওই বৈঠকে বিসিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফর করে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এ কারণে লজিস্টিক জটিলতা কমিয়ে বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও আলোচনায় তোলে বিসিবি।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে সায় দেয়নি আইসিসি। ফলে আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে এবং বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে।

আইসিসির পক্ষ থেকে বৈঠকে বারবার জানানো হয়, ভারতের মাঠে বাংলাদেশ দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এই অবস্থায় আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিশ্বকাপে তাদের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে পারে আইসিসি। র‍্যাংকিং বিবেচনায় সে ক্ষেত্রে স্কটল্যান্ডই হতে পারে সবচেয়ে সম্ভাব্য বিকল্প।

সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে, ভারতেই খেলতে হবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত আসবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটবে আগামী বুধবারের মধ্যেই।