১২.৫ ওভারে জিতেও সেমিতে যেতে পারবে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
১২.৫ ওভারে জিতেও সেমিতে যেতে পারবে বাংলাদেশ

১২.৫ ওভারে জিতেও সেমিতে যেতে পারবে বাংলাদেশ

১২.৫ ওভারে জিতেও সেমিতে যেতে পারবে বাংলাদেশ

সেমিফাইনালে যেতে ১২.১ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। তবে সেন্ট ভিনসেন্টের এমন একটি পিচে খুব ভয়ঙ্কর বোলিং লাইনআপের সামনে কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগার ব্যাটারদের। 

পুরো ইনিংস জুড়েই আফগানিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ বোলাররা। ৫৯ রানে থামে আফগানদের ওপেনিং জুটি। শেষ পর্যন্ত আফগানিস্তান ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করে ৫ উইকেটে ১১৫ রান। ১২.১ ওভারে এই টার্গেট টপকানোর কাজটি কঠিন বাংলাদেশের। সেমিফাইনালে যেতে আফগানিস্তানকে হারিয়ে পেতে হবে ২ পয়েন্ট, সঙ্গে নেট রানরেটেও টপকে যেতে হবে অস্ট্রেলিয়াকে (-০.৩৩১)।

যেখানে বাংলাদেশকে ১২.১ ওভারে লক্ষ্য তাড়া করতে হবে। তবে ১২.৫-এ তা তাড়া করতে পারবে যদি স্কোর সমান করে এবং একটি ছক্কা মেরে জিততে পারে, সেক্ষেত্রে রান করতে হবে মোট ১২১। ১২.৩ ওভারেও বাংলাদেশ জিততে পারবে, যদি স্কোর সমান করে পরের বলে চার মারতে পারে, তাহলে রান হবে ১১৯ রান। 

অর্থাৎ, ১১৬ করলে ১২.১ ওভার, ১১৯ করলে ১২.৩ ওভার আর ১২১ করলে ১২.৫ ওভার।

বৃষ্টির কারণে যদি ১৫ ওভারে নেমে আসে ইনিংস, সেমিফাইনালে উঠতে বাংলাদেশকে ৭.২ ওভারে ৯৪ করতে হবে।

বাংলাদেশের জয় প্রার্থনা করছে অস্ট্রেলিয়া, ম্যাচে রাখবে তীর্থের কাকের মতো চোখ। আফগানরা জিতলে যে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অজিরা। কাগজ–কলমে টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনো টিকে আছে বাংলাদেশ। এবার দরকার কেবল আফগানদের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জয়।