দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হংকং সিক্সেসের ফাইনালে বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
2
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
-
3
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
-
4
আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান
-
5
বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জয়ে অভিষেকের রেকর্ডে উজ্জ্বল ভারত
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হংকং সিক্সেসের ফাইনালে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হংকং সিক্সেসের ফাইনালে বাংলাদেশ
টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে হারের পরও আকবর আলীরা হার মানেনি। আজ সোমবার হংকংয়ের মংকক মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। এই জয়ে দল দেখালো মানসিক দৃঢ়তা ও খেলায় ফিরে আসার ক্ষমতা।
৬ ওভারের এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরও বাংলাদেশের বিদায় হয়নি। নিয়ম অনুযায়ী হেরে যাওয়া চার দল প্লেত পর্বে নেমে প্লেত সেমিফাইনাল খেলে শিরোপার জন্য লড়াই চালিয়ে যায়।
আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৬ ওভারে ৩ উইকেটে ১২৮ রান তুলতে সক্ষম হয়। শুরুতে ওপেনার শেখ হাবিবুর রহমান ও জিসান আলম ঝড়ো ব্যাটিং করেন। আবদুল্লাহ বেউমির প্রথম ওভারে ৪ ছক্কায় ২৭ রান করেন হাবিব, এবং পরের ওভারে জিসান ৭ বল খেলে ২৪ রান করে ফিফটি পূর্ণ করেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেন ৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন, যা বাংলাদেশকে ১২৮ রানে পৌঁছে দেয়।
জবাবে দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় শুরুটা ভালো করলেও, বাংলাদেশ নিয়ন্ত্রণ বজায় রাখে। দুই ওপেনার জোরিখ ভান শালক উইক ও বেউমি আক্রমণাত্মক ব্যাটিং করলেও জিসান আলম ও আবু হায়দার রনিদের বোলিং দলকে জয়ের পথে রাখে। প্রোটিয়া দল ৬ ওভারে ১০৩ রান তুলতে সক্ষম হয়, বাংলাদেশ ২৫ রানের জয় অর্জন করে।
