নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরে নেপালকে হারিয়ে ফাইনালে পৌছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। আগামী ২২ ডিসেম্বর শিরোপা জেতার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেপাল নারী অনূর্ধ্ব-১৯ দল। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট হারায় ২৭ রানে। তারপর ৩৫ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে হারা।
বাংলাদেশের ক্রমাগত বোলিং আক্রমণে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রানে থামে নেপালের ইনিংস। নেপালের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। তাছাড়া কেউ দুই অঙ্কের রান করতে পারেনি।
বাংলাদেশের হয়ে ১ টি করে উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া এবং হাবিবা ইসলাম।
১১ ওভারে ৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দারণ শুরু এনে দেয় দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। দলীয় ৪৬ রানে একমাত্র উইকেট ১৮ রানে ইভাকে হারায় বাংলাদেশ। বাকি কাজটা শেষ করেন ছোঁয়া আর সুমাইয়া আক্তার মিলে।
৯.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশের নারীরা। ছোঁয়া অপরাজিত থাকেন ২৬ রানে এবং সুমাইয়া ১০ রানে। নেপালের হয়ে একমাত্র উইকেট শিকার করে কুসুম গোদার।
