বেঙ্গালুরু কান্ডে মন খারাপ শচীন-কোহলিদের, কি হয়েছিল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বেঙ্গালুরু কান্ডে মন খারাপ শচীন-কোহলিদের, কি হয়েছিল

বেঙ্গালুরু কান্ডে মন খারাপ শচীন-কোহলিদের, কি হয়েছিল

বেঙ্গালুরু কান্ডে মন খারাপ শচীন-কোহলিদের, কি হয়েছিল

১৮ বছরের প্রতীক্ষা শেষে চূড়ায় উঠে দাঁড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিরাট কোহলির দল যেন ইতিহাসকে নতুন ভাষায় লিখেছিল আইপিএলের মঞ্চে। কিন্তু সেই বিজয়ের ভাষা মুছে গেল কান্নায়, চাপা আর্তনাদে, থমকে যাওয়া জীবনসংখ্যায়। বেঙ্গালুরুর রাজপথে বিজয়-প্যারেড আর ছিল না শুধুই এক আনন্দমিছিল সেটি হয়ে উঠল বিষাদের দীর্ঘ ছায়া।

শিরোপা জয়ের পরদিনই শহরের বুকে প্যারেডের ঘোষণা এসেছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামের দিকে ধেয়ে এসেছিল মানুষ শুধু খেলোয়াড়দের একটিবার দেখার আশায়, ট্রফিটিকে ছুঁয়ে দেখার বাসনায়। কিন্তু সেই ভিড়ে হঠাৎ করেই হুড়োহুড়ি, পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন, আহত হন আরও অনেকে।

এই ঘটনায় গভীর হতাশা ছড়িয়ে পড়ে দেশের সর্বস্তরে। ভারতের সাবেক পেসার মদন লাল বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ১১ জন প্রাণ হারিয়েছেন। এই ট্র্যাজেডি কোনোভাবেই ঘটা উচিত ছিল না। এটি পুরোপুরি এড়ানো যেত।"

তার কণ্ঠে ক্ষোভ, ব্যথা আর দায়িত্বহীনতার তীব্র সমালোচনা "মঙ্গলবার রাতে আপনি আহমেদাবাদে উদ্‌যাপন করলেন। তাহলে বেঙ্গালুরুতে উৎযাপন করার জন্য এত তাড়াহুড়ো কেন?"

তিনি শুধু প্রশ্ন তোলেননি, পরামর্শও দিয়েছেন “মৃতদের পরিবারের উচিত এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আরসিবি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মামলা করা।" তার মতে, যখন বাইরে মানুষ মরছে, তখন ভেতরে উৎযাপন চলছিল এটি এক নির্মম বিভ্রান্তি।

শুধু মদন লাল নন, শোকাহত হয়েছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকারাও। ভিরাট কোহলির পোস্টে শুধু কথার আভাসই ছিল, যেন অন্ধকার গ্রাস করে রেখেছে তাকে, "ভাষা হারিয়ে ফেলেছি। বলার মতো অবস্থা নেই। খুবই ভয় পেয়েছি।"

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আর শচীন টেন্ডুলকারের বাণীতে ফুটে উঠেছে জাতির বেদনা, "বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার হৃদয় আজ বেদনার্ত।"

 

সেই ট্র্যাজেডির বিকেল এখনো নখদন্ত বসিয়ে আছে বেঙ্গালুরুর বুকে। উৎসবের ঝলকানি ঢেকে দিয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্সের শব্দ, আতঙ্কিত কণ্ঠ, মাটিতে পড়ে থাকা জুতা আর চোখের জল।

আজ যখন রঙিন পতাকা ও ব্যানার সরে গেছে, তখন পড়ে আছে প্রশ্ন জয়ের পেছনের এই মূল্য কি খুব বেশি নয়? এমন এক বিজয়, যেটির উৎযাপন ছিল মৃত্যুর ছায়ায় ঢাকা?