হার্শা ভোগলে বেছে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
3
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
4
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
5
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
হার্শা ভোগলে বেছে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড
হার্শা ভোগলে বেছে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড
জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার পছন্দের ভারতীয় স্কোয়াড নির্বাচন করেছেন। স্কোয়াড জমা দেওয়ার আর বাকি আছে অল্প কয়দিন। এরমধ্যে সাবেক ক্রিকেটাররা পছন্দের নামগুলো জানিয়ে দিচ্ছেন। ক্রিকেটের সাথে ওতোপ্রোতভাবে নিজেকে জড়িয়ে নেওয়া ভোগলেও সেখানে যুক্ত হলেন।
আজ (শুক্রবার) নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন হার্শা। যেখানে তার পছন্দের ১৫ জন ভারতীয় ক্রিকেটারের বিষয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, এই নির্বাচন প্রক্রিয়া বেশ কঠিন হয়ে উঠছে, যা ভারতীয় নির্বাচকদেরও ভোগাবে।
ভোগলে তার স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা, ভিরাট কোহলি, ইয়াশাসভি জাইসাওয়াল, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট, সানজু স্যামসন, শিভাম দুবে'কে।
বড় দুর্ঘটনা থেকে ফেরা পান্ট যে উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ হতে যাচ্ছে, এটা খুব পরিস্কার হয়ে যাচ্ছে। রাজস্থান রয়্যালস অধিনায়ক স্যামসন দারুণ খেলে যাচ্ছেন চলতি আইপিএলে। তাকেও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে রেখেছেন ভোগলে। আর চেন্নাই সুপার কিংসের হয়ে মধ্য ভাগে মারকুটে ব্যাট করতে থাকা দুবে'র ব্যাপারেও খুব বেশি ভাবতে হয়নি।
হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল আছেন অলরাউন্ডার হিসেবে। জাদেজা চোটে পড়লে বিকল্প কে হবেন, যিনি কি না আবার ব্যাটিংও করেন– সেই ভাবনা থেকে আক্সারকে দলে রেখেছেন ভোগলে। পান্ডিয়ার ফর্ম ভালো যাচ্ছে না আইপিএলে, তবুও অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডারের উপর ভরসা রাখতে ভোলেননি এই তুখোড় বিশ্লেষক।
বিশেষায়িত স্পিনার হিসেবে কুলদীপ যাদব থাকবেন হার্শার পছন্দে। তার সাথে জাদেজা হাত ঘুরাবেন। মিডিয়াম পেস বোলিং করে থাকেন দুবে, প্রয়োজনে তাকেও ব্যবহার করতে পারবে ভারত।
পেসার হিসেবে কিছুটা চমক রাখছেন সন্দীপ শর্মা। ভোগলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই পেসার। ডেথ ওভারে ব্যাটারকে কাবু করার মন্ত্র জানেন তিনি। চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগও তার পছন্দের তালিকায় রেখেছিলেন সন্দীপকে।
স্কোয়াডে পেসারদের মধ্যে অনুমেয় নাম হিসেবে জাসপ্রীত বুমরাহ থাকছেন। বাকি দুই পেসার; মোহাম্মদ সিরাজ ও আভেশ খান’কে নির্বাচন করেছেন ভোগলে।
হার্শা ভোগলের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, ইয়াশাসভি জাইসাওয়াল, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট, সানজু স্যামসন, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, সন্দীপ শর্মা, আভেশ খান।
