ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রাজশাহী

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রাজশাহী

ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রাজশাহী

ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রাজশাহী

ঢাকা ক্যাপিটালসের ইনিংস শেষ হতেই ম্যাচের পরিণতি অনেকটাই আঁচ করা যাচ্ছিল। নির্ধারিত লক্ষ্য খুব একটা চ্যালেঞ্জিং না হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স যে ম্যাচটি নিজেদের করে নেবে, সেটি ছিল প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নেয়। ৭ উইকেটের বড় জয়ে ঢাকা ক্যাপিটালসকে বিদায় জানিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে রাজশাহী।

সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর পেসার রিপন মন্ডলের বিধ্বংসী হ্যাটট্রিকে ঢাকার ইনিংস দ্রুতই ছন্দ হারায়। পুরো দল গুটিয়ে যায় ১৪১ রানে। উসমান খান ৪১ রানে সর্বোচ্চ স্কোর করেন। নাসির হোসেন করেন ২৪, আর মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ১৩ রান। বল হাতে রাজশাহীর হয়ে রিপন মন্ডল নেন ৩ উইকেট, আর আবদুল গাফফার সাকলায়েন একাই শিকার করেন ৪ উইকেট।

এই ম্যাচে ঢাকার সংগ্রহ ছিল ১৩১ রান, যা রান তাড়ার জন্য খুব বেশি কঠিন ছিল না। রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ক্রিকেট খেলতে থাকে। মাত্র ৩টি উইকেট হারিয়ে ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

রান তাড়ায় রাজশাহীর জয়ের নায়ক তানজিদ হাসান তামিম। ৪৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কার মার। তার সঙ্গে কার্যকর ভূমিকা রাখেন মোহাম্মদ ওয়াসিম, যিনি করেন ২২ রান। শেষদিকে জেমস নিশাম ১৪ রান যোগ করেন এবং মুশফিকুর রহিম ১২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকার জন্য এই হার শুধু আরেকটি পরাজয় নয়, বরং পুরো আসরে ব্যাটিং ব্যর্থতারই প্রতিচ্ছবি। আর রাজশাহীর জন্য এটি ছিল আত্মবিশ্বাস বাড়ানো এক দাপুটে জয়, যা প্লে-অফের আগে দলটিকে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিল।